রামগড় নো ম্যানস ল্যান্ড এ মানসিক ভারসাম্যহীন এক নারী

0

শ্যামলরুদ্র, খাগড়াছড়ি: খাগড়াছড়ির রামগড়ে ভারতসীমান্তবর্তী নো ম্যানস ল্যান্ড এ আটকে পড়া এক নারীকে ফেরত পাঠাতে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক কোন সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে।

আজ শুক্রবার সকাল ১০টায় রামগড় আনন্দ পাড়া আবাসিক এলাকা নোমেনস ল্যান্ডে এই বৈঠকঅনুষ্ঠিতহয়।

রামগড় ৪৩ বিজিবি কমান্ডার লে.কর্নেল তারিকুল হাকিম জানান, গতকাল থেকে ওই নারীকে বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী ফেনীনদীর নোমেনসল্যান্ডে দেখাযায়। ওই নারী বাংলাদেশে প্রবেশকরতে চাইলে বিজিবি সদস্যরা তাকে বাঁধাদেয়।

অন্যদিকে, ভারতে প্রবেশে বাঁধা দিচ্ছে বিএসএফ। বিএসএফ’র দাবী তিনি বাংলাদেশী। কিন্তু বাংলাদেশী কীনা বিষয়টি নিশ্চিত না হওয়ায় তাকে বাংলাদেশের ভেতরে প্রবেশেবাঁধা দেওয়া হচ্ছে বলে জানান, রামগড় বিজিবি সূত্র। এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী সম্ভবত পাগল (মানসিক ভারসাম্যহীন) ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.