পটিয়ায় ভিড় এড়াতে খোলা মাঠেই বসবে বাজার

0

সুজিত দত্ত, পটিয়া প্রতিনিধিঃ করোনার ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নিত্যনতুন কৌশল নিচ্ছে পটিয়া উপজেলা প্রশাসন।

আগামী রবিবার থেকে পটিয়া জুড়ে বাজার বসবে স্কুল কিংবা খেলার মাঠে। ইউএনও ফারহানা জাহান উপমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

উক্ত নির্দেশনা আগামী ১২ এপ্রিলের মধ্যে বাস্তবায়ন করে ছবি সহ প্রতিবেদন ইউএনও বরাবর পাঠাতে পটিয়া পৌরসভার মেয়র, উপজেলার সকল ইউনিয়ন চেয়ারম্যান এবং হাটবাজার কমিটির ইজারদারদের বলা হয়েছে।

এ ব্যাপারে পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রেতা-বিক্রেতারা কাঁচা বাজার যাতে সহজভাবে বিক্রি করতে পারে সেজন্য আমরা পটিয়া সদরের একটি স্কুল মাঠ এবং একটি ঈদগাহকে প্রাথমিকভাবে নির্ধারণ করেছি।

১১ এপ্রিল এ বিষয়ে চূড়ান্ত করা হবে। খেলার মাঠে বাজার বসানোর বিষয়টি মাইকিং করে এলাকার জনসাধারণকে জানিয়ে দেয়া হবে।

ইউএনও ফারহানা জাহান উপমা বলেন, পটিয়ার যে সব স্থানে যে বাজার বসে এতে কোন সামাজিক দূরত্ব বজায় থাকছে না। তাই খেলার মাঠ কিংবা স্কুল মাঠে বাজার বসাতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.