সম্পূর্ণ স্বর্ণের তৈরি সেতুটি!

0

ভিন্ন খবর: সেতু তৈরিতে সাধারণত লোহা, স্টিলের পাত, ইট, পাথর, সিমেন্ট ইত্যাদি ব্যবহার করা হয়। সম্প্রতি ইতালির মিলান নগরীতে আয়োজিত এক মেলায় সম্পূর্ণ স্বর্ণের তৈরি একটি সেতু দেখা গেছে।

ওই সেতুর নকশা করেছেন চীনের চিত্রকর স্যু ইয়ং।

২৮ মিটার লম্বা ওই সেতু তৈরিতে ২০ হাজার স্বর্ণের ইট ব্যবহার করা হয়েছে। চীনের গ্রেট ওয়ালে ব্যবহৃত ইটের সমান করেই এই স্বর্ণের ইটগুলো বানানো হয়েছিল। সূত্র: পিইপলস ডেইলি, চীন

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.