চন্দনাইশে নয়াহাট সড়কে কাজ শেষের ১ মাস না যেতেই উঠে যাচ্ছে কার্পেটিং

0

চন্দনাইশ প্রতিনিধিঃ চন্দনাইশ পৌরসভার মিজ্জির দোকান-নয়াহাট সড়কের সংস্কার কাজ শেষ করার ১ মাসের মধ্যেই কার্পেটিং উঠে পড়েছে। সড়কের পাশ ভেঙ্গে কার্পেটিং নষ্ট হয়ে গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, চন্দনাইশ পৌরসভার মিজ্জির দোকান থেকে নয়াহাট পর্যন্ত সড়কটি স্থানীয় সরকার বিভাগ ২১ লক্ষ ৩৫ হাজার টাকা ব্যায়ে সংস্কার কাজ সম্পন্ন করেছে। কাজ শেষ হওয়ার ১ মাসের মধ্যেই সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে যাচ্ছে।

সড়কের পাশে ৩টি স্থানে ভেঙ্গে পড়ে কার্পেটিং নষ্ট হয়ে পড়েছে। উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা যায়, ১৭’শ ৫০ মিটার এ সড়কটি সংস্কারের জন্য চলতি বছর ৬ জানুয়ারি ওয়ার্ক অর্ডার দেয়া হয়।

মেসার্স ইসলাম এন্ড সন্স কাজটি পেয়ে নির্দিষ্ট মেয়াদের মধ্যে কাজ শেষ করার ১ মাসের মধ্যে সড়কের বিভিন্ন স্থানে মাটির গাড়ি থেকে পড়া মাটির সাথে কার্পেটিং উঠে যাচ্ছে। সে সাথে সড়কের ৩টি স্থানে পাশ ভেঙ্গে কার্পেটিং নষ্ট হয়ে পড়েছে।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী, মো. রেজাউন নবী বলেছেন, তিনি বিষয়টি জেনে সরেজমিনে দেখেছেন। কার্পেটিং এর উপরে ভেজা মাটি এবং পেট্রোল ডিজেল জাতীয় কিছু পড়লে কার্পেটিং নষ্ট হয়ে যায়। তাছাড়া সড়কের পাশে যে সব স্থানে সড়ক ভেঙ্গে কার্পেটিং নষ্ট হয়ে গেছে তা ঠিকাদার ঠিক করে দেবেন বলে জানিয়েছেন।

তিনি বলেন, মাসখানেক পূর্বে এ সড়কের সংস্কার কাজ শেষ হয়েছিল।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.