চিকিৎসায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী

0

আন্তর্জাতিক ডেস্ক : ২০১৫ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে। এবার যৌথভাবে ৩ জন চিকিৎসাবিজ্ঞানী এই পুরস্কার জিতেছেন।

চিকিৎসায় নোবেলজয়ী তিনজন হলেন- আয়ার‌ল্যান্ডের উইলিয়াম সি ক্যাম্পবেল, জাপানের সাতোশি ওমুরা এবং চীনের ইউইউ টু। পুরস্কারের অর্ধেক পাবেন ক্যাম্পবেল ও সাতোশি এবং বাকি অর্ধেক পাবেন টু একাই।

রাউন্ডওর্ম প্যারাসাইটিস নামে জীবাণুর সংক্রমণ রুখতে সক্ষম একটি থেরাপি আবিষ্কারের জন্য ক্যাম্পবেল এবং ওমুরাকে নোবেল পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। অন্যদিকে ম্যালেরিয়ার সংক্রমণ প্রতিরোধী একটি থেরাপি আবিষ্কারের জন্য ইউইউ টুকে এই পুরস্কার দেওয়া হচ্ছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.