ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুনঃ হুইপ শামসুল হক

0

সুজিত দত্ত, পটিয়া প্রতিনিধিঃ জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, বিএনপি-জামাত ও স্বাধীনতা বিরোধী চক্রটি ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ স্ব-পরিবারের হত্যা করেছেন।

এ ধারাবাহিকতায় ২০০৪ সালে পুণরায় বিএনপি-জামাত জোট সরকার ২১শে আগষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলায় এদেশ থেকে আওয়ামী লীগকে ধবংসের চেষ্টা করেছিল। তবে আল্লাহর রহমতেই শেখ হাসিনা সেই দিন প্রাণে বেঁচে যান। সেই চক্রটি শেখ হাসিনাকে হত্যার জন্য ১৯ বার প্রচেষ্টা চালায় সে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র লীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের সকল নেতা কর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসতে হবে।

তিনি পটিয়া উপজেলা যুবলীগের উদ্যোগে ২১শে আগষ্ট গ্রেনেড হামলা দিবসে আয়োজিত অনুষ্ঠানে কথাগুলো বলেন।

এতে বিশেষ অতিথি পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ,ক,ম সামশুজ্জমান চৌধুরী, সম্পাদক ও পৌরসভা মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, সহ সভাপতি আবদুল খালেক। প্রধান বক্তা দক্ষিণ জেলা আওয়ামী লীগ যুবলীগ সভাপতি আ, ম, ম টিপু সুলতান চৌধুরী।

উপজেলা যুবলীগ আহবায়ক হাসান উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ইমরান উদ্দিন বশির ও রিটন নাথ মাষ্টার এর যৌথ পরিচালনায়, বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কৃষ্ণ প্রসাদ ধর, উপজেলা আ’লীগ নেতা মুজিবুর হক চৌধুরী নবাব, পৌরসভা যুবলীগ সভাপতি নুর আলম ছিদ্দিকী, জেলা যুবলীগ দপ্তর সম্পাদক রাজু দাশ হিরু, উপজেলা যুবলীগ আহবায়ক কমিটি’র সদস্যদের মধ্যে মোরশেদুল হক, মো: ফোরকান, আজগর আলী, বাহাদুর, মো: ফয়সাল, দিদারুল আলম, শাহ আলম মেম্বার, এনামূল হক মজুমদার, মিঠুন চৌধুরী, শীতল তালুকদার, মো: নাজিম উদ্দিন, শাহ আজিজ, শিমূল দে, শাহানা আকতার টিয়া, মো: মহিউদ্দিন, হারুন মাস্টার, আবদুল মাজেদ টিটু, রনধীর দে, মো: রাসেল, ইউনিয়ন যুবলীগ নেতা আনোয়ার তালুকদার, মো: শাহজাহান, আহমদ নুর সাগর মেম্বার, মাহাবুবুল হক, আনিসুল ইসলাম, মো: নাজিম, আলমগীর, বুলবুল হোসেন, ইকবাল, জামাল, আবু তাহের, মো: টিপু, এয়ার মোহাম্মদ, মাহফুজ, নুরুল ইসলাম, সাদ্দাম হোসেন, ফয়সাল জনি, মো: হুমায়ন, মফিজ, হেলাল, রাশেদ প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.