পটিয়া বাইপাস সড়কে ট্রাকের ধাক্কায় ২ স্কুল ছাত্রের মৃত্যু 

0

সুজিত দত্ত, পটিয়া প্রতিনিধিঃ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পটিয়ার পৌর সদর বাইপাস সড়ক এলাকায় মালবাহী ট্রাকের ধাক্কায় দুই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

আজ রবিবার (৩০ আগষ্ট) বিকেলে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সিরাজুল ইসলাম (১৪), সে শোভনদন্ডী ইউনিয়ন কুরাংগীরি হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। নিহত সিরাজুর ইসলাম পটিয়া শোভনদন্ডী ইউনিয়ন কুরংগীরি গ্রামের মো বেলাল উদ্দিনের পুত্র। বর্তমানে সে পটিয়া পৌর সদরের ৪ নং ওয়ার্ডের শেয়ানপাড়ায় পরিবারের সাথে ভাড়া বাসায় বসাবাস করছেন।

অপর জন নিহত আরমান হোসেন (১৩), সে পটিয়া পৌর সদর মোহছেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণীর ছাত্র। নিহত আরমান পটিয়া আশিয়া ইউনিয়নের ইলিয়াস হোসেনের পুত্র। সে পরিবারের সাথে পৌর সদরের ৬ নং ওয়ার্ডের পাইকপাড়া গ্রামে ভাড়া বাসায় বসবাস করতো।

কোন গাড়ি চাপা দিল তা এখনো বলতে পারছে না পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ। তবে স্থানীয়রা জানান, একটি মালবাহী ট্রাকের ধাক্কায় দুইজন স্কুল ছাত্রের প্রাণহানির ঘটনা ঘটে। পটিয়ার বাইপাস সড়কের শেয়ানপাড়া এলাকায় দুই স্কুল ছাত্র বাইসাকেল নিয়ে সড়কে উঠে। এ সময় কক্সবাজারগামী একটি মালবাহী ট্রাক ধাক্কা দিয়ে চলে যায়।

পরে স্থানীয়রা দুই স্কুল শিক্ষার্থীকে গুরুতর আহত অবস্থায় পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, ‘দুই শিক্ষার্থীর মাথা থেতলে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণের তাদের মৃত্যু ঘটে।

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি বিমল চন্দ্র ভৌমিক জানান, গাড়ী ধাক্কা দিয়ে পালিয়ে যায়। কোন ধরনের গাড়ি ধাক্কা দিতে পারে তা বলতে পারছি না। তবে ঘাতক গাড়ি ও চালককে দ্রুত আটক করার জন্য অভিযান চলছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.