রেলওয়ে দেড় একর জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে

0

সিটি নিউজঃ চট্টগ্রাম নগরীর আমীন জুট মিল এলাকায় রেলওয়ে অভিযান চালিয়ে প্রায় দেড় একর জায়গা উদ্ধার করেছে। উক্ত জায়গায় গড়ে তোলা প্রায় সাড়ে তিনশ স্থাপনাও উচ্ছেদ করা হয়েছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি চক্র অবৈধভাবে গড়ে তুলেছিল এসব স্থাপনা।

আজ সোমবার (৩১ আগস্ট) সকালে নগরীর আমিন জুটমিল এলাকায় রেলওয়ের জায়গা দখল করে গড়ে তোলা এ স্থাপনা উচ্ছেদ করে জেলা প্রশাসন ও রেলওয়ের ভ্রাম্যমাণ আদালত।

স্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দেয়া হয় একের পর এক অবৈধ স্থাপনা। নগরীর আমিন জুট মিল রেলওয়ে কলোনি থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক এবং রেলওয়ে পূর্বাঞ্চল ভূ-সম্পত্তির কর্মকর্তা মাহবুবুল করিমের নেতৃত্বে উচ্ছেদ করা হয় পাকা-আধা-পাকাসহ নানা অবৈধ স্থাপনা। তবে বসবাসকারীরা বলছেন, তাদের সময় দেয়া হয়নি।

উচ্ছেদ হওয়া এক পরিবারের সদস্য কাঁদত কাঁদতে বলেন, ‘নোটিশ- মোটিশ কিছু দেয়নি।’ আরেকজন বলেন, ‘দোকানের জন্য টাকা দিছি এখনও এক বছর হয়নি।’

চট্টগ্রাম জেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক জানান রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি চক্র রেলের গা ঘেঁষে অতি ঝুঁকিপুর্ণভাবে গড়ে তুলেছে এ স্থাপনা। এ চক্রের টার্গেট নিরীহ ও অসহায় মানুষ।‘আমরা খুঁজে দেখবো এর পেছনে কারা কারা জড়িত।’

রেলওয়ে পূর্বাঞ্চল ভূ-সম্পত্তির কর্মকর্তা মাহবুবুল করিম বলেন, ‘নিয়মিত উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করে এক এক করে সমস্ত অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হবে।’

দেড় একর জায়গার ওপর গড়ে ওঠা সাড়ে তিনশো স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.