অপরাধ দমনে পুলিশের সাথে জনগণকে সম্পৃক্ত করতে হবে-ওসি নাসির

0

সিটি নিউজ, চন্দনাইশ : চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন সরকার বলেছেন, অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকে সম্পৃক্ত করতে হবে। অপরাধীরা সংখ্যায় কম হলেও সাধারণ মানুষ ভয়ের কারণে তাদের বিরুদ্ধে সাক্ষী দিতে ভয় পায়। অপরাধীদের বিরুদ্ধে সাক্ষী না দেওয়া আর অপরাধকে সমর্থন করা দুইটি সমান অপরাধ। মাদক নির্মুল করতে না পারলে সমাজে অপরাধ বন্ধ হবেনা। তাই ঐক্যবদ্ধ ভাবে অপরাধ দমনে মাদকের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে।

রোববার (৩০ আগষ্ট) বিকালে দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্র উদ্যোগে হাজারী টাওয়ার সম্মুখে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রের আইসি ইন্সেপেক্টর আবদুল হালিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রজন্ম লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি এড. আসাদুজ্জামান মোল্লা দুর্জয়। কৃষকলীগ নেতা নবাব আলীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন ইন্সেপেক্টর (তদন্ত) মজনু মিয়া, পৌর আওয়ামীলীগের সভাপতি আবদু শুক্কুর, মুক্তিযোদ্ধা মো. ইসলাম খান, সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. এরশাদ, দোহাজারী প্রেস ক্লাবের সভাপতি এম.এ রাজ্জাক রাজ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বাবলু, যুবলীগ নেতা লোকমান হাকিম, এরশাদুর রহমান সুমন, সাবেক মেম্বার যথাক্রমে জামাল উদ্দিন, জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী মো. ইয়াছিন প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.