বঙ্গবন্ধুকে হত্যার পর বিচারের পথরুদ্ধকারীদের মুখে গণতন্ত্রের কথা মানায় না

0

সিটি নিউজঃ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, যারা বঙ্গবন্ধুকে হত্যার পর বিচারের সকল পথ রুদ্ধ করেছিল তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যারা একুশে আগস্টে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল তাদের মুখে মানবতার কথা বাঙালি জাতির সাথে নিষ্ঠুর প্রতারনা ছাড়া আর কিছুই নয়।

মঙ্গলবার বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাবস্থ এস. রহমান হলে সংগঠনের সভাপতি জাফর আহমেদ সাদেকের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সনাতন চক্রবর্ত্তী বিজয়ের সঞ্চালনায় মৃত্যুহীন প্রাণ শীর্ষক জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন।

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ শফর আলী, বাংলাদেশ রেলওয়ের সাবেক প্রধান প্রকৌশলী মুক্তিযোদ্ধা এইচ কে নাথ, সংস্কৃতিজন ও মুক্তিযোদ্ধা দেওয়ান মাকসুদ, মহানগর যুবলীগ নেতা স্বরূপ বিকাশ বড়ুয়া বিতান, অধ্যাপক ববি বড়ুয়া।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন আইডিইবি’র সাংগঠনিক সম্পাদক জয়দেব বৈদ্য, অর্থ সম্পাদক এস.এম. সেলিম, পরিষদের সহ-সভাপতি হাসমত আলী, সাংগঠনিক সম্পাদক সুপন বড়ুয়া চৌধুরী, অর্থ সম্পাদক সম্পাদক শুভাশীষ দাশ শুভ, আপ্যায়ন সম্পাদক এস.এম. মাহফুজুর রহমান, সম্পাদক মন্ডলীর সদস্য রাজীব চৌধুরী, আকবর খান, পাপন বড়ুয়া, জাফর ইকবাল জনি, হারুনুর রশিদ নোবেল, ইকবাল হাসান, অসীত দে বাবু, জয়নাল আবেদীন শাওন, ওয়াহিদা পিংকি, মহিউদ্দীন প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.