কেউ কথা রাখেনি

0

জুবায়ের সিদ্দিকীঃ চট্টগ্রাম মহানগরীর এক তৃতীয়াংশ এলাকা প্রতিদিন ২বার জোয়ারের পানিতে নিমজ্জিত হচ্ছে। বাড়ীঘর, ব্যবসা প্রতিষ্ঠান, হাসপাতাল, রাস্তা, অলিগলিতে বাসাবাড়ীতে জোয়ারের পানিতে ভাসছে। মানুষের জীবন ও সম্পদ নষ্ট হচ্ছে। অমানবিকভাবে বসবাস করছেন লক্ষ লক্ষ মানুষ। বর্তমান সরকারের আমলে এমপি, মন্ত্রি, মেয়র ও জনপ্রতিনিধিরা আশারবাণী শুনিয়ে যাচ্ছেন।

ভোট এলেই মিষ্টি মিষ্টি খাজুরা আলাপ জুড়ে দেন। নির্বাচিত হলে বলেন, জলজট জটিল। সময় লাগবে। সৌন্দর্যবর্ধনসহ নানা প্রকল্প জনগণের সামনে মূলা ঝুলিয়ে এরা সময় পার করে।

সমস্যা যে তিমিরে সেই তিমিরে থেকে যায়। কেহই কথা দিয়ে কথা রাখেনি। শহরে এখন অনেক পরিবার জন্মের ভিটে ছেড়ে ভাড়া ঘরে বসবাস করেন। নেতারা ব্যস্ত আখের গোছাতে। জনগণ ব্যস্ত পানি থেকে বাঁচতে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.