মৃত্যুদন্ডই হচ্ছে ধর্ষণের সর্বোচ্চ সাজা

0

জুবায়ের সিদ্দিকীঃ ধর্ষণের সর্বোচ্চ সাজা বা শাস্তি হবে মৃত্যদন্ড। এমন আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী সোমবার এ সংক্রান্ত প্রস্তাব মন্ত্রীসভার বৈঠকে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

মন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, আমি বলেছিলাম আইনে সর্বোচ্চ শাস্তি বিবেচনার কথা। প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন এই আইনের সংশোধন নিয়ে আসার জন্য। মন্ত্রীসভার বৈঠকে এ বিষয়ে প্রস্তাব উপস্থাপন করব। নিশ্চয়ই সর্বোচ্চ শাস্তি বাড়িয়ে মৃত্যুদন্ড করার চিন্তা করেই এই আইন সংশোধন করা হবে।

২০০০ সালে প্রণীত নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদান্ডের কথা বলা হয়েছে। ধর্ষণের ফলে নারীর মৃত্যু হলে দোষী ব্যক্তির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান রয়েছে। দুই ক্ষেত্রেই অর্থদন্ডের বিধান রয়েছে।

এ প্রসঙ্গে আইন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি এডভোকেট আব্দুল মতিন খসরু বলেন, দেশে ধর্ষণের মহামারী দেখা দিয়েছে। এটা বন্ধ করতে হলে দৃষ্ঠান্তমূলক শাস্তি মৃত্যুদন্ড দিতে হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.