বাঁশখালীর শীলকুপে সন্ত্রাসীদের হামলায় মহিলাসহ আহত ৪

0

বাঁশখালী প্রতিনিধিঃ বাঁশখালী উপজেলার শীলকুপ ইউনিয়নের মনকিচর গ্রামের আনজুমান পাড়ায় ৩ গন্ডার জায়গা গত শনিবার গভীর রাতে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে দখল করতে গিয়ে হামলার ঘটনা ঘটে।

হামলার খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশের এস আই মো: আকতার এর নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। জায়গা দখলের সময় সস্ত্রাসীদের হামলায় মহিলাসহ ৪ জন গুরুতর আহত হয়েছে। আহতদের বাঁশখালী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) হামলার ঘটনার ব্যাপারে আহত মিনার বেগম বাদী হয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

স্থানীয় ও অভিযোগ সুত্রে জানা যায়, শীলকুপ ইউনিয়নের ৪নংওয়ার্ড়ের মনকিচর গ্রামের আনজুমান পাড়ায় মিনার বেগমের মালিকাধীন জায়গায় শনিবার গভীর রাতে আবু তাহের ও হোছন গং ভাড়াটে লোক নিয়ে টিনের ঘর তৈরি করতে গেলে বাঁধা দেয় ।

এ সময় প্রতিপক্ষের হামলায় নুর আহমদের স্ত্রী মিনার বেগম (৩৫), মো: আজিজের কন্যা লাকী আক্তার (২৩), মৃত আবদুর রহমানের স্ত্রী জরিনা বেগম (৬২), তার ছেলে বাহাদুর আলম (৩০) আহত হয়। খবর পেয়ে রাতেই ইউপি সদস্য মো:ইউসুফ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা তাকে অস্ত্র ঠেকিয়ে হুমকি দেয়।

পরে বাঁশখালী থানার এস আই মো: আকতার এর নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। শীলকুপ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো:ইউসুফ বলেন, মিনার বেগমের জায়গা দখল করতে গেলে হামলার ঘটনা ঘটে।

বাঁশখালী থানার এস আই নাজমুল হক বলেন, রাতে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.