চন্দনাইশ বরমায় শহিদ সবুর খানের শাহাদাতবার্ষিকী পালিত

0

সিটি নিউজঃ মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাতবরণকারী বিমানবাহিনীর এসএসি শহিদ আবদুস সবুর খানের ৪৯তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চন্দনাইশের বরমায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

রবিবার অনুষ্ঠিত কর্মসূচির মধ্যে ছিল পারিবারিকভাবে খতমে কোরআন, ফাতেহা শরীফ এবং গবেষণা সংস্থা ‘মানুষের ঠিকানা’র উদ্যোগে স্মারক আলোচনা ও জেয়ারত-দোয়া মাহফিল ইত্যাদি। বরমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বরমা কলেজ গভর্নিং বডির সদস্য আলহাজ্ব শহিদুল আজম কাজমী শাহেদের সভাপতিত্বে এবং গবেষণা সংস্থা মানুষের ঠিকানা’র নির্বাহী পরিচালক সৈয়দ শিবলী ছাদেক কফিলের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মারক আলোচনায় প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বলরাম চক্রবর্তী।

বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হারুন সওদাগর, চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম, শহিদের ভাইপো আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম খান, সমাজসেবক বেলায়েত হোসেন খান, দেলোয়ার হোসেন খান, যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন টিপু, ছাত্রনেতা এস এম হাসান ইমরুল, মাহফুজুল হক খান প্রমুখ। জেয়ারত, দোয়া ও মিলাদ পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ ইসহাক।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.