চট্টগ্রামে প্রেস ইনষ্টিটিউটের বুনিয়াদী প্রশিক্ষন সমাপ্ত

0

চট্টগ্রাম অফিস :  বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট এর উদ্যোগে গত ৯-১১ অক্টোবর চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে ’সহ-সম্পাদকদের জন্য বুনিয়াদি প্রশিক্ষন’ কর্মশালা অনুষ্টিত হয়। প্রশিক্ষন উদ্বোধন করেন প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। সমন্বয়কারী ছিলেন নাসিমুল আহসান, সহকারী পরিচালক, পিআইবি। গত ১১ অক্টোবর কর্মশালায় অংশগ্রহনকারী প্রায় ৩৩জন সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করেন মো: শাহ আলমগীর, মহাপরিচালক, পিআইবি।

আজকের সুর্যোদয়ের সহকারী সম্পাদক জুবায়ের সিদ্দিকী এই কর্মশালায় অংশ নেন। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সার্বিক তত্বাবধানে এই কর্মশালায় তিন দিনে প্রশিক্ষক হিসাবে অংশ নেন, চেয়ারম্যান, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খ.আলী, আর রাজী, একাত্তর টেলিভিশনের বার্তা সম্পাদক পলাশ আহসান, কবি সাংবাদিক ও প্রাবন্ধিক আবুল মোমেন। ১১ অক্টোবর মধ্যাহ্নে কর্মশালার সমাপ্তীতে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি বাবু রতন কান্তি দেবাশীষ ও সাধারন সম্পাদক হাসান ফেরদৌস উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.