চন্দনাইশে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন

0

 চন্দনাইশ প্রতিনিধিঃ চন্দনাইশে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ব্যাপক কর্মসূচী নিয়ে বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী পালন করা হয়। গত ১৬ ডিসেম্বর সরকারি ঘোষণা মোতাবেক সকাল ৬টায় চন্দনাইশ পৌরসভার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক দল, প্রশাসন, সামাজিক, সংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠান।

সকালে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পন করেন সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন, উপজেলা আ.লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. সোলাইমান ফারুকী, থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দীন সরকার, পৌর আ’লীগের আহবায়ক এম.কায়ছার উদ্দীন চৌধুরী। তাছাড়া উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, চন্দনাইশ পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ দোহাজারী পৌরসভা, আনসার ভিডিপি, পল্লী বিদ্যুৎ চন্দনাইশ, গাছবাড়ীয়া সরকারি কলেজ, আমানত ছফা বদ্রুনেছা মহিলা ডিগ্রী কলেজ, উপজেলা ও পৌরসভা আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, সৈনিকলীগ, উপজেলা বি.এন.পি, যুবদল, ছাত্রদল, চন্দনাইশ কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয়, চন্দনাইশ প্রেস ক্লাব, ফাতেমা জিন্নাহ বালিকা উচ্চ বিদ্যালয়, মমতাজ বেগম উচ্চ বিদ্যালয়, দোহাজারী উচ্চ বিদ্যালয়, দোহাজারী জামিজুরী উচ্চ বিদ্যালয়, বিজিসি ট্রাস্ট স্কুল এন্ড কলেজ, হাশিমপুর এম.এ.কে.ইউ উচ্চ বিদ্যালয়, বরকল এস জেড উচ্চ বিদ্যালয়, বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়, সুচিয়া আর.কে উচ্চ বিদ্যালয়, হারলা সমবায় সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্বপ্ন নগর বিদ্যা নিকেতন, বরমা ইউনিয়ন যুবলীগ, বরকল ইউনিয়ন যুবলীগ, প্রজন্ম লীগ, চন্দনাইশ ছাত্র ঐক্য, মহিলা আ’লীগ,ইউনাইটেড ইয়ুথ ক্লাব, চন্দনাইশ সদর ব্যবসায়ীক কল্যাণ সমিতি, মক্কা আওয়ামী ফাউন্ডেশন, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা, ইসলামি ফ্রন্ট বাংলাদেশ, ইসলামি ছাত্র সেনা যুব সেনা, নিউ ইয়ং স্টার ক্লাব, প্রতিবন্ধি সংস্থা, আওয়ামী মোটর চালক লীগ, লেগুনা মালিক সমিতি, চন্দনাইশ সংগীত নিকেতন, চন্দনাইশ স্পোটিং ক্লাবসহ বিভিন্ন সামাজিক, সংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৫ ডিসেম্বর চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১৬ ডিসেম্বর সূর্য উদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন। পরে সুখীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার ও মুক্তিযোদ্ধা বিষয়ক আলোচনা, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, পুরস্কার বিতরণী সভা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে অনুষ্টিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) নিবেদিতা চাকমা, পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, উপজেলা আ’লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. সোলাইমান ফারুকী, মহিলা ভাইস চেয়ারম্যান এড. কামেলা খানম রূপা, থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দীন সরকার, মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর হিরু, মুক্তিযোদ্ধা ফেরদৌসুল ইসলাম, আ’লীগ নেতা চেয়ারম্যান হাবিবুর রহমান, মাহাবুবুর রহমান চৌধুরী, চেয়ারম্যান আমিন আহমদ চৌধুরী রোকন, আলমগীরুল ইসলাম চৌধুরী ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

চন্দনাইশ প্রেস ক্লাবঃ মহান বিজয় দিবস উপলক্ষে চন্দনাইশ প্রেস ক্লাবের উদ্যোগে এক আলোচনা সভা সংগঠনের সভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. এরশাদ। সাংবাদিক সৈকত দাশ ইমনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, মো. রাশেদ, সাংবাদিক যথাক্রমে আবিদুর রহমান বাবুল, এমএ মুসা, মাও. মোজাহেরুল কাদের, আবু তালেব আনসারী, নুরুল আলম, মো.শাহাদাত হোসেন, নাসির উদ্দীন, মো. আবদুল হামিদ, মো. ফয়সাল চৌধুরী, জাহাঙ্গীর আলম চৌধুরী, মো. জাহাঙ্গীর আলম, আজিমুশশানুল হক দস্তগীর, ফয়েজুল হক দস্তগীর, মাঈনুদ্দীন, এমএ মুবিন, জনি আশ্চার্য, এসএম জাকির, তৌফিক আলম চৌধুরী, মাসুদ পারভেজ প্রমূখ।

উপজেলা ও পৌরসভা যুবদলঃ মহান বিজয় উপলক্ষে চন্দনাইশ উপজেলা, চন্দনাইশ ও দোহাজারী পৌরসভা যুবদলের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর এক আলোচনা সভা যুবদল নেতা আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে আলোচনায় অংশ নেন, বিএনপি নেতা জসীম উদ্দীন, যুবদল নেতা রবিউল হোসেন ছোটন, সিরাজুল ইসলাম, মো.ফয়েজ, মোরশেদুল আলম, সেলিম উদ্দীন, বেলাল উদ্দীন, মোশারফ হোসেন, আজিজুর রহমান, মো. সুমন, মাহাফুজুর রহমান, মো. ফোরকান, ছাত্রদল নেতা ইউছুপ, সাইমন, জয়নাল বাচ্চু শাহাবুদ্দীন প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.