চসিকের রাজস্ব আদায় ছিল প্রশংসনীয়

0

সিটি নিউজঃ চট্টগ্রাম সিটি কর্পোরেনের রাজস্ব আদায় করোনায়ও দৃশ্যমান প্রভাব পড়েনি। কারোনাকালেও গতি ছিল পৌরকর, ট্রেট লাইসেন্সসহ নানা খাতের রাজস্ব আদায়ে। তবে স্পট হোল্ডিং ও ট্রেড লাইসেন্স প্রদান, ব্যাংক সেক্টরের হোল্ডিং এর আওতায় আসা ও প্রশাসকের তড়িৎ তৎপরতায় রাজস্ব আদায়ে গতি সঞ্চার হয়েছে।

২০১৯-২০ অর্থবছরে রাজস্বের ১১ খাতে সর্বমোট আদায় হয় ১৪২ কোটি ৪৫ লাখ ৫ হাজার ৪৩৯ টাকা।  পৌরকর ৮১ কোটি ১০ লাখ ৩৬ হাজার ১০২, ট্রেড লাইসেন্স ফি আদায় হয় ১৭ কোটি ১২ লাখ ৯ হাজার ৯১৫ টাকা।

শপ সাইন বাবদ ৩ কোটি ৬৪ লাখ ৮৬ হাজার ৮৮৩ ও বিবিধ খাতে আদায় হয় ১৬ লাখ ৪৯ হাজার ৯২৩ টাকা।

জু.সি/সিটি নিউজ

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.