সৈয়দ আশরাফঃ ছিল না কর্মসূচী

0

সি টি নিউজঃ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী অতিবাহিত হয়ে গেল কাল রবিবার। ২০১৯ সালের এই দিনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন নাজনীতির এই জনপ্রিয় নেতা। ক্ষমতাসীন দল ও সহযোগী সংগঠনগুলোর পক্ষে ছিল না কোন কর্মসূচী।

গতবার বনানী কবরস্থানে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হলেও এবার তাও হয়নি। শুধু বোন জাকিয়া নুর পরিবারের সদস্যদের নিয়ে কবরস্থানে ভাইয়ের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর  মোনজাত করা হয। তবে সৈয়দ আশরাফের জন্মস্থান কিশোরগঞ্জের মাটিতে ছিল বিভিন্ন কর্মসুচী।

দলীয়ভাবে কর্মসূচী না থাকায় আওয়ামী লীগের সাধারণ কর্মীরা ভীষণ হতাশ ও ক্ষুব্ধ। সৈয়দ আশরাফ আওয়ামী লীগের রাজনীতিতে ছিলেন উজ্জ্বল নক্ষত্র। সৈয়দ আশরাফ জীবিত অবস্থায় সভা-সমাবেশে বলতেন, রাজনীতি ভোগের নয়, ত্যাগের। সৎ, সাহসী, কষ্টসহিষ্ণু এই নেতার প্রতি রয়েছে মানুষের শ্রদ্ধা ও ভালবাসা।

সি টি নিউজ/ জু. সি

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.