নানা কয়ে পান খাওয়ালি অমনি অজ্ঞান

0

সি টি নিউজঃ চট্টগ্রাম মহানগরীতে সংঘবদ্ধ একটি চক্র প্রতারণার বিভিন্ন ফাঁদ পেতে মানুষের সর্বস্ব ছিনিয়ে নিচ্ছে। নগরীর ব্যস্ততম এলাকায় এরা নেশাজাতীয় দ্রব্য সেবন ও জুসসহ খাদ্য দ্রব্যের সাথে ঔষধ মিশিয়ে মানুষকে অচেতন করে সর্বস্ব নিয়ে চম্পট দিচ্ছে। নগরীর অফিসপাড়া আগ্রাবাদ, খাতুনগঞ্জ, টেরিবাজার, চাক্তাই, খাতুনগঞ্জসহ ব্যবসাকেন্দ্র ও ব্যস্ততম এলাকায় এসব প্রতারকচক্র শিকারের খোঁজে অবস্থান নেয়। এসব প্রতারকচক্র মাঝে মধ্যে আটক হলেও আবার কারাগার থেকে বের হয়ে পুরানো পেশায় ফিরে যায়।

আজ ৪ জানুয়ারী সকালেলে আগ্রাবাদ বাদামতলী মোড়ে এক বৃদ্ধকে নেশা মিশ্রিত পান খাওয়াইয়ে মোবাইল ও ৭৫০ টাকা  নিয়ে চম্পট দেয়। হাছন আলী নামের এই বৃদ্ধ বললেন, “হামি রংপুর থেকে আইছি বাহে, নানা কয়ে পান খাওয়ালি আর অমনি আমি অজ্ঞান হলাম বাহে”। বৃদ্ধ কেঁদে কেঁদে পথ চলতে বললেন, আল্লাহর গজব পড়ুক বাহে। হামি বুড়া মানুষ, গরীব মানুষ।

এভাবেই নিরবে মানুষের সর্বস্ব লুটে নিচ্ছে একশ্রেণির সংঘবদ্ধ চক্র। এদের আটকের ব্যাপারে পুলিশের গোয়েন্দা বিভাগকে অভিযানে দেওয়া জরুরী। এই প্রতারকচক্রে নারীরাও সক্রিয়।

সি টি নিউজ/ জু. সি

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.