সিডনিতে দর্শকের বর্ণবিদ্বেশী আচরণে ক্ষমা চাইল ক্রিকেট অস্ট্রেলিয়া

0

স্পোর্টস ডেস্কঃ ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে চলা সিডনি টেস্টের তৃতীয় দিন কিছু অস্ট্রেলিয়ান দর্শকের বর্ণবিদ্বেষী আচরণে শিকার হয়েছেন ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরাহ। ভারতের পক্ষ থেকে বিষয়টি নিয়ে অভিযোগ জানানো হয়।

এরপর আজ রবিবার ভারতীয় দলের কাছে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে ক্ষমা চেয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বার্তা সংস্থা রয়টার্স এ খবর নিশ্চিত করেছে।

গতকাল শনিবার ফাইন লেগে ফিল্ডিং করছিলেন সিরাজ, তখন তাঁর উদ্দেশে একের পর এক কটু মন্তব্য করে যাচ্ছিলেন কিছু অসি সমর্থক। বিষয়টি অধিনায়ক আজিঙ্কা রাহানেকে জানান সিরাজ। এরপর ভারতীয় অধিনায়ক ম্যাচ আম্পায়ারকে বিষয়টি জানান।

এমন ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এ ছাড়া বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে জানিয়েছে সিএ।

রয়টার্সের খবর অনুযায়ী সিএ বলেছে, ‘স্বাগতিক দেশ হিসেবে আমরা ভারতীয় ক্রিকেট দলের কাছে ক্ষমা চেয়েছি। এ ছাড়া পুরো বিষয়টি বিবেচনা করার আশ্বাস দিয়েছি।’

এদিকে শোনা যাচ্ছে আজ টেস্টের চতুর্থদিনও বর্ণবাদের শিকার হয়েছে সফরকারীরা। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, দর্শকদের মধ্য থেকে ভারতীয় পেসার সিরাজের উদ্দেশে বর্ণবিদ্বেষী মন্তব্য করা হয় বলে আম্পায়ারদের জানায় ভারতীয় দল। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়। কিছু দর্শককে মাঠ থেকে বের করে দেওয়া হয়।

আজ চা বিরতিতে যাওয়ার কিছু আগে সিরাজের উদ্দেশে বর্ণবিদ্বেষী মন্তব্য করলে তিনি অধিনায়ক অজিঙ্ক রাহানেকে জানান। আম্পায়ারদের সঙ্গে কথা বলেন ভারত অধিনায়ক। মাঠের দুই আম্পায়ারের সঙ্গে কথা বলতে দেখা যায় ম্যাচ রেফারিদের সঙ্গে। রাহানে, সিরাজদের কাছে জানতে চাওয়া হয় কোন জায়গা থেকে এমন মন্তব্য করা হচ্ছে। তাঁরা সেই দিকের দর্শকদের দেখিয়ে দিলে সেই জায়গায় বসে থাকা দর্শকদের পুলিশের সাহায্যে মাঠ থেকে বের করে দেওয়া হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.