আল্লামা শফীকে হত্যা মামলা তদন্তে হাটহাজারী মাদ্রাসায় পিবিআই টিম

0

সি টি নিউজঃ আল্লামা আহমদ শফীকে হত্যা করা হয়েছে এ অভিযোগে দায়ের হওয়া মামলার তদন্ত করতে হাটহাজারী মাদ্রাসায় উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মঙ্গলবার সকালে পিবিআই টিম হাটহাজারী মাদ্রাসায় সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এ তথ্য নিশ্চিত করেছেন হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মা।

প্রসঙ্গত গত ১৭ ডিসেম্বর আল্লামা শফীকে হত্যার অভিযোগ এনে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিবলু কুমার দের আদালতে মামলার আবেদন করেন তার শ্যালক মোহাম্মদ মাঈনুদ্দিন। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের দায়িত্ব দেন। এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

মামলায় হেফাজতের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হককে আসামি করা হয়েছে। অন্য অভিযুক্তরা হলেন- নাছির উদ্দিন মুনির, আজিজুল হক ইসলামাবাদী, মীর ইদ্রিস, হাবিব উল্লাহ, আহসান উল্লাহ, জাকারিয়া নোমান ফয়েজী, নুরুজ্জামান নোমানী, আব্দুল মতিন, মো. শহীদুল্লাহ, মো. রিজওয়ান আরমান প্রমুখ। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ৮০-৯০ জনকে আসামি করা হয়েছে।

সি টি নিউজ/ ডিটি

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.