পটিয়া আমির ভান্ডার দরবার শরীফের ওরশ সম্পন্ন 

0

সুজিত দত্ত, পটিয়া প্রতিনিধিঃ দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী পটিয়ার আমির নগর আমির ভান্ডার দরবার শরীফের প্রতিষ্ঠাতা শাহ্সুফী সৈয়দ গাউছুল আজম আমিরুল আউলিয়া আমিরুজ্জমান শাহ্ বার্ষিক ওরশ শরীফ যথাযথ ধর্মীয় মর্যাদায় মাজার মাঠ চত্বর ও স্ব-স্ব মন্জিলে গতকাল অনুষ্টিত হয়।

এতে আমির ভান্ডার সম্মেলিত আওলাদে পাক করোনার বিষয় মাথায় রেখে ভক্ত মুরিদানের মধ্যে দুরত্ব বজায় রেখে মহান ১ লা মাঘ ওরশ শরীফে কোরআন ভিক্তিক জিকির, সেমা, তবারুক বিতরণ ও ফজরের নামাজের পরেই আখেরী মুনাজাতের মাধ্যমে মহান ১ লা মাঘ ওরশ শরীফ সু-সম্পন্ন হয়েছে।

এতে উপস্থিত ছিলেন,আমির ভান্ডার সংসদের সভাপতি সৈয়দ মামুনুর রশীদ শাহ্ আমিরী, মৌলনা সৈয়দ আমির হোসেন শাহ্ আমিরী, সাধারণ সস্পাদক সৈয়দ সাইমুল্লাহ শাহ্ আমিরী, মৌলনা মো বদরুদ্দোজা শাহ্ আমিরী, সৈয়দ মেহেরাজ শাহ্ আমিরী, সৈয়দ আমির হোসেন শাহ্ আমিরী, শাহসুফী সৈয়দ পিয়ারু মোস্তফা শাহ্ আমিরী, অর্থ সস্পাদক সৈয়দ ফৌজুল একরাম শাহ্ আমিরী আমির ভান্ডারী (আখের বাবা), সৈয়দ আসাদুরজ্জামান আমিরী (তানিম), সৈয়দ আরমান শাহ্ আমিরী, সৈয়দ আহসান শাহ্ আমিরী, শাহসুফী সৈয়দ মো খায়রুল মোস্তফা শাহ আমিরী, মৌলনা আশরাফুজ্জমান শাহ্ আমিরী, মৌলনা আমির উদ্দিন শাহ্ আমিরী প্রমুখ।

সম্মিলিত আওলাদে পাক গঠিত সংগঠন আমির ভান্ডার সংসদের পক্ষ থেকে আহবায়ক কমিটির ও সম্মানিত এলাকাবাসীদের বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন,আমির ভান্ডার সংসদ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.