প্রক্রিয়াজাত খাদ্যের মেলা শুরু

0

অর্থবাণিজ্য ডেস্ক :: প্রক্রিয়াজাত খাদ্যপণ্য নিয়ে রাজধানীতে ‘তৃতীয় ফুড প্রো বাংলাদেশ ২০১৫’ শুরু হয়েছে। বুধবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চার দিনব্যাপি এ মেলা উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

একই ছাদের নিচে আরো আরো দুটি মেলা চলছে। এগুলো হলো ‘এগ্রো বাংলাদেশ এক্সপো ২০১৫’ এবং ‘রাইস অ্যান্ড গ্রেইনটেক এক্সপো ২০১৫’।

এগ্রো বাংলাদেশ এক্সপো মূলত কৃষি প্রযুক্তি ও কৃষিযন্ত্রের একটি প্রদর্শনী। আর রাইস অ্যান্ড গ্রেইনটেক এক্সপো হলো চাল উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের যন্ত্রপাতির প্রদর্শনী।

মেলা তিনটির যৌথ আয়োজক বাংলাদেশ এগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা), ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ ইন্সপায়ারড প্রকল্প এবং এক্সট্রিম এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট সল্যুশন (ইথ্রি সল্যুশন)।

মেলা আয়োজক কমিটির চেয়ারম্যান ডি ডি ঘোষাল জানান, এবারের মেলায় ভারত, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, চীন, জার্মানি, সিঙ্গাপুর, জাপান, হল্যান্ড, তুরস্ক, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠানও অংশ নিচ্ছে। মোট ২৩০টি স্টলে ১০৫টি প্রতিষ্ঠান তাদের পণ্য ও প্রযুক্তি মেলায় প্রদর্শন করছে।

মেলা চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.