চবিতে ভবন নির্মাণে জালিয়াতিঃ জিকে শামীম শোন এরেষ্ট

0

সিটি নিউজঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি)’র ৬ষ্ঠ একাডেমিক ভবন নির্মাণে ৭৫ কোটি ১ লাখ ২৯৫ টাকা জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নেওয়ার অভিযোগে করা দুদকের মামলায় বহুল আলোচিত জিকেবি অ্যান্ড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম কিবরিয়া শামীম (জি কে শামীম) কে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের জেলা ও দায়রা জজ ইসমাঈল হোসেনের আদালত তাকে গ্রেপ্তার দেখান। এর আগে ঢাকার কারাগার থেকে জি.কে শামীমকে চট্টগ্রামের আদালতে হাজির করা হয়।

দুদকের আইনজীবী মাহমুদুল হক মাহমুদ সংবাদ মাধ্যমকে বলেন, গ্রেপ্তার দেখানোর পর জি কে শামীমকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

গত বছরের ২২ নভেম্বর চট্টগ্রাম দুদক-১ এর সহকারী পরিচালক বাদি হয়ে জি কে শামীম ও ফজলুল করিম নামের অপর এক ব্যক্তির বিরুদ্ধে জালিয়াতি করে টেন্ডার হাসিলের অভিযোগ এনে মামলাটি দায়ের করেন।
সিটি নিউজ/ডিটি

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.