নাইজেরিয়ায় মসজিদে বোমা হামলা, নিহত ৩০

0

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় মসজিদে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

উত্তরাঞ্চলের বোর্নো রাজ্যের একটি মসজিদে নামাজ আদায়ের সময় বৃস্পতিবার রাতে দুটি আত্মঘাতী বোমা হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। প্রথম বিস্ফোরণটি হয় মসজিদের ভেতরে আর দ্বিতীয়টি হয়েছে বাইরে। এ ব্যাপারে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে শুক্রবার জানানো হয়, নামাজের সময় আত্মঘাতী হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এখনো কোনো সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। যদিও নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্টরা এ জন্য সন্দেহ করছে সশন্ত্র সংগঠন বোকো হারামকে। কারণ গত কয়েক মাসে এই অঞ্চলে বেশ কয়েকটি আত্মঘাতী হামলা চালিয়েছে সংগঠনটি।

এর আগে মঙ্গলবার তিনটি বিস্ফোরণে বোর্নোতে মারা যান ৫ নাগরিক। আর ১ অক্টোবর আত্মঘাতী হামলায় ১০ জন ও ২০ সেপ্টেম্বর নিহত হয়েছেন ১১৭ জন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.