আগ্রাবাদে হাশেম নিহতের ঘটনায় থানায় মামলা

0

সিটি নিউজঃ চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদে রাস্তা বন্ধ করে মোটসাইকেল র‌্যালী বের করা কিশোরদের সাথে সংঘর্ষে ছুরিকাঘাতে নিহত মো. হাশেম খানের স্ত্রী জরিনা খাতুন বাদি হয়ে ডবলমুরিং থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

বুধবার (১৭ মার্চ) রাতে দায়ের করা ওই মামলায় মো.সোহাগ নামের এক ব্যক্তিকে প্রধান আসামি করা হয়েছে বলে জানিয়েছেন ডবলমুরিং থানার ওসি মো. মহসীন। 

তিনি জানান, মো. হাশেম খান হত্যাকাণ্ডের ঘটনায় তার স্ত্রী জরিনা খাতুন ১৪ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন। মামলায় আরও ৫ থেকে ৬ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এর আগে বুধবার (১৭ মার্চ) সন্ধ্যায় নগরের ডবলমুরিং থানাধীন সিঅ্যান্ডবি কলোনি এলাকা থেকে মামলার প্রধান আসামি মো.সোহাগকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি-পশ্চিম) আব্দুল ওয়ারিশ খান।

মো. সোহাগ আগ্রাবাদ বেপারিপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

হাশেমের পরিবারের আহাজারি
আগ্রাবাদে হাশেম নিহতের ঘটনায় থানায় মামলা

প্রসঙ্গত, আগ্রাবাদ ইস্টার্ণ বয়েজ ক্লাব নামে একটি সংগঠনের সদস্যরা বুধবার (১৭ মার্চ) এলাকায় সাইকেল র‌্যালি বের করে। র‌্যালি থেকে এক রিক্সাচালককে মারধরের পর দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় র‌্যালিতে থাকা সাউন্ড সিস্টেমের কর্মচারী হাশেম খান ছুরিকাঘাতে নিহত হন। তিনি আগ্রাবাদ রঙ্গীপাড়া এলাকার বাসিন্দা, পেশায় ছিলেন সাউন্ডবক্সের মেকানিক।

সিটি নিউজ/ডিটি

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.