দক্ষতামুখী জ্ঞান ও উদ্ভাবনীময় চিন্তার উন্মেষ সাধন প্রয়োজনঃ নজরুল ইসলাম এমপি

0

চন্দনাইশ প্রতিনিধিঃ প্রত্যন্ত অঞ্চলের নতুন প্রজন্মদের জ্ঞান, সংস্কৃতি, দক্ষতা ও তথ্যপ্রযুক্তিতে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল গ্রামে চন্দনাইশ লার্নিং সোসাইটির যাত্রা শুরু হয়েছে।

চন্দনাইশ ছাত্র সমিতি-চট্টগ্রাম’র উদ্যোগে গত ২০ মার্চ বরকলস্থ মোস্তফা কনভেনশন হলে সংগঠনের সভাপতি বোরহান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

চন্দনাইশ লার্নিং সোসাইটির উদ্যোক্তাকর্মী নোমান উল্লাহ বাহার’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী এম.পি। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন বরকল ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বরমা ডিগ্রী কলেজের প্রিন্সিপাল আবুল মনসুর মোঃ হাবীব, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুবুর রহমান শিবলী, চন্দনাইশ মিডিয়া ক্লাবের সভাপতি জামসেদ রেহমান, চন্দনাইশ লার্নিং সোসাইটির পৃষ্ঠপোষক খোরশেদ আলম টিটু, শিল্পোদ্যোক্তা আবদুর রহিম, চন্দনাইশ উপজেলার প্রাক্তন মহিলা ভাইস-চেয়ারম্যান খালেদা আক্তার চৌধুরী, কেশুয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবু হেনা ফারুকী, বরমা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহেদুল আজম কাজেমী, বীর মুক্তিযোদ্ধা এ.কে এম জয়নাল আবেদীন, ভাষা আন্দোলনের ইতিহাস গবেষক মাহমুদ বিন কাশেম, বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রামের ডিজিএম একরাম হোসেন, কমিউনিটি পুলিশিং চন্দনাইশের সদস্য সচিব জাবেদ মোঃ গউস মিল্টন, খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা ফরিদুল আলম তৌহিদ, চন্দনাইশ উপজেলা যুবলীগের আহ্বায়ক তৌহিদুল আলম, চন্দনাইশ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এড. দেলোয়ার হোসেন, চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম খোকন, সাতবাড়িয়া হাফেজ নগর দরবার শরীফের শাহজাদা সৈয়দ মোঃ মিনহাজুর রহমান, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যানের শিক্ষক মোঃ আবু ইসলাম, কেশুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম উদ্দিন, গাজী বোরহান উদ্দিন, ওব্যাট হেল্পার্স’র কান্ট্রি ম্যানেজার সোহেল আক্তার খান, বরকল এস.জেড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন, সাবেক ছাত্রনেতা মঈনুদ্দিন জুয়েল, সাংবাদিক সৈয়দ শিবলী ছাদিক কফিল, মহিউদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের সহ সভাপতি মিজানুর রহমান হাসান, চামুদরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব বড়ুয়া, ইউপি সদস্য হারুনুর রশিদ, যুবনেতা কৃষ্ণ চক্রবর্তী, চন্দনাইশ ছাত্র সমিতি’র নেতৃবৃন্দ বোরহান উদ্দিন গিফারী, তানভীর আহমেদ ছিদ্দিকী, এ.কে.এম নাঈম উদ্দিন সায়েম, জাহেদুল ইসলাম, তৌফিক আলম জোহাদি, আবদুর রহমান রবিন, সায়েম উদ্দিন, আল শাহরিয়ার রাফি প্রমুখ।

অনুষ্ঠানে নজরুল ইসলাম এমপি বলেন, গ্রামাঞ্চলে অবকাঠামোগত উন্নয়ন তরান্বিত হচ্ছে। পাশাপাশি তরুণ প্রজন্মের দক্ষতা ও প্রতিভার বিকাশে সাংস্কৃতিক উন্নয়নেরও প্রসার জরুরী। সমসাময়িক ও নতুন জ্ঞান আহরণের নিমিত্তে সবাইকে সম্পৃক্ত করে জীবনব্যাপী জ্ঞান অন্বেষণ, দক্ষতমুখী প্রশিক্ষণ, তথ্যপ্রযুক্তিতে পারদর্শিতা, উদ্ভাবনীময় চিন্তার উন্মেষ সাধনে একযোগে কাজ করা দরকার।

মফিজুর রহমান বলেন, তরুণ প্রজন্মকে নেতিবাচক পথ থেকে সুরক্ষায় চন্দনাইশ লার্নিং সোসাইটি অগ্রগামী ভূমিকায় অবতীর্ন হবে। গ্রামাঞ্চলে অনগ্রসর শিক্ষার্থীদের প্রাগ্রসর করে তোলা, বিজ্ঞানমনস্ক মনন তৈরি ও নতুন যোগ্যতর নেতৃত্বের বিকাশে চন্দনাইশ লার্নিং সোসাইটি সমৃদ্ধির নতুন ইতিহাস সূচনা করবে।

উল্লেখ্য, প্রাথমিক পর্যায়ে চন্দনাইশ লার্নিং সোসাইটিতে বিনামূল্যে প্রমিত উচ্চারণ, সংবাদ পাঠ, আবৃত্তি, উপস্থাপনা, স্পোকেন ইংলিশ, আরবী ভাষা প্রশিক্ষণ ও কম্পিউটার প্রশিক্ষণ প্রভৃতি প্রদান করা হবে।

এছাড়াও একটি সমৃদ্ধ পাঠাগার ও স্থানীয় মনীষিদের নামে কর্ণার স্থাপনের পরিকল্পনা রয়েছে। আলোচনা পর্ব শেষে ফিতা কেটে সোসাইটির আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন অতিথিবৃন্দ।

সিটি নিউজ/ডিটি

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.