সৌদিতে গুলিতে নিহত ৫, আইএসের দায় স্বীকার

0

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের পূর্বাঞ্চলে এক বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে ওই বন্দুকধারী মারা যায়। এ ঘটনায় আহত হয়েছেন আরো নয়জন। শুক্রবার শিয়া সম্প্রদায়ের এক ধর্মীয় অনুষ্ঠানে এ হামলা চালানো হয়।

আইএস জঙ্গি দলের সঙ্গে জড়িত ইসলামিক স্টেট-বাহরাইন স্টেট এ হামলার দায় স্বীকার করেছে। এক বার্তায় তারা জানিয়েছে, সুগহা আল দোসারি নামের তাদের এক যোদ্ধা হামলা চালিয়েছে এবং তিনি নিহত হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। তবে এ হামলার উদ্দেশ্য সম্পর্কে কোনো মন্তব্য করেনি মন্ত্রণালয়।

সৌদি সরকারি টেলিভিশনের খবরে বলা হয়েছে, ওই বন্দুকধারীর পরনে ছিল বিস্ফোরকবোঝাই বেল্ট।

তথ্যসূত্র : বিবিসি

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.