নগরে ২০ মোটরসাইকেল উদ্ধার, ৯ চোর গ্রেফতার

0

সিটি নিউজঃ নগরীর কোতোয়ালী থানা পুলিশ চট্টগ্রাম মহানগরী ও বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোটরসাইকেল চোরচক্রের ৯ সদস্যকে গ্রেফতার ও ২০টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে।

একটি মোটরসাইকেল চুরি করতে সময় নেয় তারা ৩০ থেকে ৪০ সেকেন্ড। তাদের রয়েছে মাস্টার কি। যেটা দিয়ে তারা অনায়াসেই লক খুলতে পারে। রয়েছে ইঞ্জিন আন লক।

শনিবার (২৭ মার্চ) দুপুরের দিকে নগরের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন এ তথ্য জানান।

ওসি নেজাম উদ্দিন বলেন, ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানস্থল টার্গেট করে মোটরসাইকেল চুরি করতো চোরচক্রটি।কেউ মোটরসাইকেল রেখে গেলে সিন্ডিকেটের একজন সদস্য মালিকের পিছু নেয়। অন্যজন একটি চাবি দিয়ে গাড়িটি চুরি করে নিয়ে যায়। পুরো কাজটি সম্পন্ন করতে মাত্র ৩০ থেকে ৪০ সেকেন্ড সময় নেয় চক্রটি।

গ্রেফতারকৃত আসামীদের পরিচয় ১। মিল্টন সরকার প্রঃ মিল্টন কুমার সাহা প্রঃ মোঃ সোহেল (৪৪), পিতা-মৃত হারাধন সরকার, মাতা-কল্পনা সরকার, সাং-ভৈরবপুর, উত্তর পাড়া, দানিস মঞ্জিল প্রঃ দায়েনস এর বাড়ী, ওয়ার্ড নং-০২, চন্ডিবেড ইউপি, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জ, বর্তমানে-দক্ষিণ পতেঙ্গা, ফুলছড়ি পাতা হুমায়ুন সাহেবের বাড়ী, থানা-পতেঙ্গা, জেলা-চট্টগ্রাম, ২। মেহেদী হাসান (১৯), পিতা-মোঃ জালাল, মাতা-আয়েশা বেগম, সাং-কৈলাস আলী মিয়ার বাড়ী, পো-জোড্ডা বাজার, ৫নং ওয়ার্ড, থানা-নাঙ্গলকোর্ট, জেলা-কুমিল্লা, বর্তমানে-কদমতলী, বুলু গ্যারেজ এর কর্মচারী, বাসা-মতিয়ার পুল, আজিজ এর ভাড়াঘর, থানা-ডবলমুরিং, জেলা-চট্টগ্রাম,

৩। আনোয়ারুল ইসলাম (৩৭), পিতা-মৃত সালে আহাম্মদ, মাতা-মৃত হরমুজা খাতুন, স্ত্রী-শিরিনা আক্তার, সাং-বশরত নগর, ডাঃ ফজলুর রহমানের বাড়ী, ওয়ার্ড নং-০১, ৪নং মুরাদপুর ইউপি, পোঃ-সীতাকুন্ড, থানা-সীতাকুন্ড, জেলা-চট্টগ্রাম, ৪। রফিকুল ইসলাম রিপন (৩৮), পিতা-মৃত আব্দুল খালেক, মাতা-শাফিয়া বেগম, স্ত্রী-পারভীন আক্তার, সাং-নন্দপাড়া, খালেক মাতব্বর এর বাড়ী, বাকেরগঞ্জ, ওয়ার্ড নং-০৯, থানা-বাকেরগঞ্জ, জেলা-বরিশাল, বর্তমানে-মহুরী পাড়া, অনিকদের বিল্ডিং, ২য় তলা, কক্ষ নং-৩০২, ব্যাচেলর ঘর, থানা-ডবলমুরিং, জেলা-চট্টগ্রাম,

৫। মোঃ ওবায়দুল কাদের (৪২), পিতা-শামশুল আলম, মাতা-মনোয়ারা বেগম, স্ত্রী-নার্গিস সুলতানা, সাং-পূর্ব বালিয়াদি, ওয়ার্ড নং-০৯, ১৪নং হাইতকান্দি ইউপি, আব্দুল গনি মাষ্টরের বাড়ী, থানা-মীরস্বরাই, জেলা-চট্টগ্রাম, ৬। মাহমুদুল হাসান (২৪), পিতা-মৃত সাইদুল হক, মাতা-খাদিজা বেগম, স্ত্রী-ঝর্না আক্তার লিপি, সাং-শরীফপুর, মুন্সি বাড়ী, ওয়ার্ড নং-৬, ৩নং রায়কোট ইউপি, পোঃ-মাহিনী বাজার, থানা-নাঙ্গলকোট, জেলা-কুমিল্লা, ৭। মোঃ শাখাওয়াত হোসেন প্রঃ রুবেল হোসেন (২৫), পিতা-মৃত আব্দুল লতিফ, মাতা-মফিজা বেগম, স্ত্রী-রুবি আক্তার, সাং-ছিকনছড়া, আঃ লতিফের বাড়ী, পোঃ-ছিকনছড়া, ১নং বাগান বাজার ইউপি, ওয়ার্ড নং-০৫, থানা-ভুজপুর, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-গর্জনতলী, কামাল হোসেন এর বাড়ী, রামগড় পৌরসভা, থানা-রামগড়, জেলা-খাগড়াছড়ি,

৮। শাহাদাত হোসেন সাজ্জাদ (২৭), পিতা-মোঃ ইসমাইল, মাতা-খতিজা বেগম, স্ত্রী-রোকসানা আক্তার, সাং-হরিণখাইন, আব্দুল সওদাগর বাড়ী, পোঃ-বুধপুরা, ওয়ার্ড নং-০৬, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-মিয়াখান নগর, বাদামতলী, শামশুর ভাড়াঘর, সেমিপাকা টিনসেড ঘর, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রাম, ৯। মোঃ রিয়াজ (৩২), পিতা-ওমর আলী মোল্লা, মাতা-কমলা বেগম, সাং-টরকিরচর, মোল্লা বাড়ি, ১নং ওয়াডর্, পোঃ-টরকিরচর, থানা-গৌরনদী, জেলা-বরিশাল।

তাদের বিরুদ্ধে নগরী, জেলা ও বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান কোতোয়ালী থানা পুলিশ।

সিটি নিউজ/ডিটি

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.