নেতাদের মন্তব্যে ক্ষুব্ধ মোদি

0

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির উপকণ্ঠে গরুর গোশত খাওয়ার গুজবে ৫২ বছর বয়সী এক মুসলিম ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় মিশ্র মন্তব্য করায় দলীয় নেতাদের প্রতি ক্ষুব্ধ দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ব্যাপারে সংশ্লিষ্টদের ডেকে রবিবার সতর্কও করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, দলীয় প্রধান অমিত শাহ এ ব্যাপারে সকলকে সতর্ক করেছেন এবং বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি অনুসরণ করতে বলেছেন। যাদের ডাকা হয়েছে তাদের মধ্যে অন্যতম হলেন, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাত্তার, ইউনিয়ন মন্ত্রী মাহেশ শর্মা, সংসদ সদস্য সঙ্গীত সম এবং দলের বিতর্কিত নেতা সাকশি মহারাজ ও সঞ্জয় বলিয়ান।

দাদরি ইস্যুতে এসব নেতার বক্তব্য নিয়ে দেশটিতে বেশ বিতর্কের জন্ম দিয়েছে। ইতোমধ্যে দেশটির ৪২ জন লেখক তাদের সাহিত্য একাডেমি পুরস্কার ফেরত দিয়েছেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.