পূজামণ্ডপে ‘সেলফি’ বন্ধ!

0

সিটিনিউজবিডি : কলকাতার পূজামণ্ডপগুলোতে ভিড় সামলাতে বন্ধ করা হলো মণ্ডপের ভিতর ‘সেলফি’ তোলা। কলকাতা পুলিশের তরফ থেকে এ নির্দেশ জারি করা হয়েছে।

বিশেষ করে যেসব মণ্ডপে ব্যাপক দর্শনাথীর সমাগম হচ্ছে, সেখানে কড়া হাতে এ নিয়ম পালন করছে পুলিশ।

সরেজমিনে দেখা যায়, এ বছর মণ্ডপের ভিতরে প্রতিমার সামনে ‘সেলফি’ তোলার প্রবণতা অতিমাত্রায় বেড়েছে। এর ফলে মণ্ডপের সামনে প্রচণ্ড ভিড়ের সৃষ্টি হচ্ছে। ভিড় নিয়ন্ত্রণে এ ব্যবস্থা নিয়েছে কলকাতা পুলিশ।

মণ্ডপের ভিতরে ‘নো সেলফি জোন’ ঘোষণা করেছে পুলিশ। তবে এতে কিছুটা অখুশি দর্শনার্থীরা। তবে প্রতিমার ছবি তোলার ক্ষেত্রে কোনো বাধা নেই বলে জানানো হয়েছে।

এদিকে, পূজায় তোলা সেলফি নিয়ে কলকাতায় বেশ কিছু প্রতিযোগিতার আয়োজন করেছে বিভিন্ন প্রতিষ্ঠান। সঙ্গে রয়েছে সেলফিপ্রেমীদের উৎসাহ। আর এ দুইয়ে মিলে মণ্ডপের সামনে জমে যাচ্ছে প্রচণ্ড ভিড়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.