বাঁশখালীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী পালন

0

বাঁশখালী  প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মীনি বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে বাঁশখালী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এক আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান রবিবার বিকালে উপজেলার অফিসার্স কাবে অনুষ্ঠিত হয়।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয় সর্ম্পকিয় স্থায়ী কমিটির সদস্য বাঁশখালীর সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী।

বাঁশখালী উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেকের সঞ্চালনায় সভায় অতিথি ও উপস্থিত ছিলেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফিউল কবীর, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ড.সমরঞ্জন বড়ুয়া, ডা:শ্যামলী দাশ, উপজেলা প্রকৌশলী মো:আশরাফুল ইসলাম ভূঁইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: নুরুল ইসলাম, সমবায় কর্মকর্তা গাজী ওমর ফারুক চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাকেরা শরীফ, উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা আহমদ ছফা, পৌরসভা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক এডভোকেট তোফাইল বিন হোছাইন, পৌরসভা যুবলীগের আহবায়ক মো: হামিদ উল্লাহ বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি বলেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ছিলেন জাতির জনকের সকল কাজের প্রেরনা। কিন্ত ঘাতকের বুলেটের আঘাতে সব স্বপ্ন ধুলিসাৎ হয়ে যায়। তার পরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশে আজ প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া লেগেছে। বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের তালিকাভুক্ত ৭ জনকে সেলাই মেশিন প্রদান করা হয়।

সিটি নিউজ/এসআরএস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.