“বাংলার শ্যামল প্রান্তরে বঙ্গবন্ধু মিশে আছেন”- ফরিদ মাহমুদ

জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসুচী

0

সিটি নিউজ,চট্টগ্রাম : সমাজসেবক,রাজনীতিক ফরিদ মাহমুদ বলেন,বঙ্গবন্ধু বলেছিলেন,আমার সবচেয়ে বড় শক্তি আমার দেশের মানুষকে ভালোবাসি,সবচেয়ে বড় দূর্বলতা আমি তাদেরকে খুব ভালোবাসি।তিনি বাংলার আকাশ-বাতাস,প্রকৃতি,শ্যামল প্রান্তরকে ভালো বেসেছিলেন।দেশের প্রতি গভীর ভালোবাসার কারণে বাংলার শ্যামল প্রান্তরে বঙ্গবন্ধু মিশে আছেন।
মরহুম মোহাম্মদ আলী কন্ট্রাক্টর ফাউন্ডেশন এর উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসুচীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
ঈদগা বালক সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সংগঠনের সাধারন সম্পাদক আনিসুর রহমান মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত নারী কাউন্সিলর হুরে আরা বিউটি,ওসি ডিবি উত্তর মাঈনুর রহমান,পাহাড়তলী থানার ওসি ইমাম হাসান,বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাবেয়া সুলতানা।
এসময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শেখ নাছির আহমেদ,দেলোয়ার হোসন দেলু,আশরাফুল গনি,জিয়াউল বারি,নাজমুল হাসান রুমি,রাশেদ চৌধুরী,বাবলু দাশ,সহকারী শিক্ষক,মোজাফফর হোসেন কামরু,জাহিদুল আলম মুরাদ,পাহাড়তলী ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল শুক্কুর লিটন,বাজার সমিতির অর্থ সম্পাদক দিদার আলম দিদার,২৫ নং রামপুর ওয়ার্ড মহিলা আওয়ামীলীগ সভাপতি,ফারহানা আফরোজ আলম জেনিফার, মন্জুরুল আলম রিমু,জালাল উদ্দিন,নারী নেত্রী নূর আক্তার প্রমা,জয়া চৌধুরী,ইয়াছমিন মিনু,ফাতেমা নাসরিন প্রেমা, যুবলীগ নেতা কামরুল হাসান রানা,দিদারুল আলম দিদার,মোঃআনসার,মোঃ আজাদ,জহির জিল্লু,আজিজ পারভেজ,জহির আহমেদ,সজীব ছাত্রলীগ নেতা,আশরাফুল আলম সিদ্দীকি,শাহেদুল আলম,আরিফ ইসলাম অন্তর ,টিটু তালুকদার,ফাহিম তাজওয়ার,সাইফুল সরয়ার,গফুর সাদমান,সজীব।
এসময় নেতৃবৃন্দ বলেন,বৃক্ষ যেমন অক্সিজেন সরবরাহ করে মানুষের জীবন বাঁচায় তেমনি বঙ্গবন্ধু এদেশকে স্বাধীন করে স্বগৌরবে বেঁচে থাকতে বাঙালিকে প্রাণশক্তি যুগিয়েছেন।বঙ্গবন্ধু এদেশ স্বাধীন করায় বিশ্বে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারছি।
শেষে গুলজার এ মদিনা মাদ্রাসার হাফেজ মুহাম্মদ আরিফ-উদ-দৌল্লা ৭৫এর ১৫ আগষ্ট ঘাতকের গুলিতে নিহত বঙ্গঁবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সকল সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরবর্তী মোনাজাত করা হয়।পরিশেষে প্রধান,বিশেষ অতিথি,শিক্ষক-শিক্ষিকা,সম্মানীত নেতৃবৃন্দ সবাই মিলে গাছের চারা রোপণ করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.