তালেবানের হুমকি থাকা সত্ত্বেও সংগীতচর্চা থামবে না: আফগান গায়িকা

0

বিনোদন ডেস্ক: আফগানিস্তান দখলে নিয়েছে তালেবান। প্রাণ ভয়ে বিভিন্নভাবে দেশ ছেড়েছেন অনেক আফগান নাগরিক। আফগানিস্তানের কথা মনে করে স্মৃতিচারণ করেছেন বলিউড অভিনেত্রী ওয়ারিনা হোসেন।

এবার তালেবানের হুমকিতে পাল্টা জবাব দিয়েছেন আফগানিস্তানের পপ তারকা আরিয়ানা সাঈদ। তালেবানের হুমকি থাকা সত্ত্বেও সংগীতচর্চা থামাবেন না তিনি। জানিয়েছেন, আফগানিস্তানের বাইরেই গান-বাজনা চালাবেন তিনি। ভক্তদের উদ্দেশে এমন বার্তাই দিয়েছেন তিনি।

কাবুল দখলের আগে আফগানিস্তান ছেড়েছেন আরিয়ানা। আমেরিকার উদ্ধারকারী বিমানে চড়ে দেশ ছেড়েছেন তিনি। বিমানে থেকে একটি ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন তিনি। জানিয়েছেন, তিনি জীবিত আছেন। কাবুল ছাড়ার ভয়াবহ অভিজ্ঞতাগুলো খুব শিগগিরই শেয়ার করে নেবেন।

গত দুই দশক ধরে আফগান নারীদের স্বাধীনতা ও অধিকারের পক্ষে আওয়াজ তুলেছেন আরিয়ানা। দেশ ছাড়া হলেও এখনো আফগানের পক্ষেই আওয়াজ তুলবেন তিনি। তার ভাষায়, ‘আমি বক্তব্য প্রচার করেই যাব। আমার দেশের জন্য কী করা যায় তাই ভাবছি।’

এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে আরিয়ানা বলেন, ‘আফগানিস্তানের বাইরেও আমার অসংখ্য ভক্ত আছেন। আমি গান থামাব না। আফগানিস্তানের মানুষদের উৎসর্গ করেই সঙ্গীতচর্চা চালিয়ে যাব।’

এদিকে কাবুল ছেড়ে আসার স্মৃতিচারণ করেছেন বলিউড অভিনেত্রী ওয়ারিনা হোসেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘শরণার্থীর সংখ্যা আরও বাড়বে। আমি জানি, এত মানুষকে জায়গা দেওয়া কোনো দেশের পক্ষেই সম্ভব না। কিন্তু তাও আমি অনুরোধ করব, এই কঠিন সময়ে আফগানদের পাশে দাঁড়ান। আমি চাইনা আফগান মহিলারা নিজেদের দেশেই দ্বিতীয় শ্রেণির নাগরিক হয়ে বসবাস করুক। আমি সৌভাগ্যবান যে ভারত আমাকে ও আমার পরিবারকে গ্রহণ করেছিল।’

১৯৯৯ সালে কাবুলে জন্মগ্রহণ করেছিলেন ওয়ারিনা। ২০০১ সালে তালেবানদের হাত থেকে বাঁচতে আফগানিস্তান ছেড়ে ভারত পালিয়ে এসেছিল তার পরিবার। সালমান খানের প্রযোজনা সংস্থা থেকে নির্মিত ‘লাভযাত্রী’ সিনেমায় অভিনয় করেছিলেন ওয়ারিনা। এছাড়া ‘দাবাং থ্রি’ সিনেমাতেও দেখা গিয়েছিল তাকে।

সিটি নিউজ/এসআরএস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.