ফুলকপির দামে কৃষকরা সন্তুষ্ট

0

ঠাকুরগাঁও প্রতিনিধি : শীতকালীন সবজি ফুলকপির দামে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কৃষকরা সন্তুষ্ট প্রকাশ করেছেন।

উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে বড়বাড়ী, চাড়োল, আমজানখোর, ধনতলা, দুওসুও, ভানোর ও পাড়িয়া ইউনিয়নে ফুলকপির আবাদ হয়েছে। এসময় ফুলকপি বাজারে বেশি দামে বিক্রি হয়।

গ্রামের এক কৃষক জানান, এক বিঘা জমিতে ফুলকপি চাষ করতে যা খরচ হয় তার চেয়ে অনেক বেশি বিক্রি করা যা্য়। বর্তমান বাজারে ফুলকপির মন ৮শ’ ৮০ টাকা। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০টাকা দরে।

তিনি প্রথম এক বিঘা জমিতে ১ হাজার ৮শ’ ৮০ কেজি ফুলকপি বিক্রি করে ৭ হাজার ৫শ’ ২ টাকা পেয়েছেন। এতে খরচ বাদে লাভের পরিমাণই বেশি।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের সহকারী কৃষি অফিসার আতাউর রহমান বলেন, আমরা কৃষকদের শাক-সবজির ব্যাপারে বিভিন্ন রকমের পরামর্শ ও প্রশিক্ষণ দিয়ে থাকি। তাদের আবাদের ব্যাপারেও আগ্রহ সৃষ্টি করা হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.