সাকা – মুজাহিদ চৌধুরীর ফাঁসির অপেক্ষায়

0

ঢাকা  অফিস :    মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের সাকা চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মামলায় আসামি পক্ষের দু’টি রিভিউ আবেদন আপিল বিভাগে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া গত ১৯ অক্টোবর সাকা চৌধুরীর পক্ষে পাঁচ পাকিস্তানিসহ আটজনের সাফাই সাক্ষ্যগ্রহণ চেয়ে আবেদন করা হয়েছে। এ বিষয়েও আপিল বিভাগে শুনানি হবে। তবে সংবিধান অনুযায়ী রিভিউতে বিদেশি সাক্ষীর সাক্ষ্য দেওয়ার সুযোগ নেই।

আগামী ২ নভেম্বর দুই শীর্ষ যুদ্ধাপরাধী রিভিউ আবেদনের শুনানির দিন ধার্য রয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর এ রায় প্রকাশের পরদিন এ দু’জনকে মৃত্যু পরোয়ানা পড়ে শুনিয়েছেন কারা কর্তৃপক্ষ। এরপর থেকেই তাদের মৃত্যুর প্রহর গোনা শুরু হয়েছে।

এখন মৃত্যুদণ্ড কার্যকর করতে আইনগতভাবে দুটি ধাপ বাকি আছে। প্রথমত, রিভিউ নিষ্পত্তি ও রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার প্রসঙ্গ। রিভিউ নিষ্পত্তির আগে দণ্ড কার্যকর করা যাবে না। এ আবেদন খারিজ হলে সেই রায়ের অনুলিপি কারাগারে পাঠানো হবে। এরপর সাকা-মুজাহিদ রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়ে আবেদন করার সুযোগ পাবেন। রাষ্ট্রপতির কাছে আবেদন করলে এবং সে আবেদন খারিজ হলে ফাঁসি কার্যকরে কোনো বাধা থাকবে না।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.