নেপালের প্রথম নারী রাষ্ট্রপতি বিদ্যা ভান্ডারি

0

আন্তর্জাতিক ডেস্ক:: নেপালের প্রথম নারী রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিদ্যা দেবী ভান্ডারি। নারী অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা নেপালের সংযুক্ত কমিউনিস্ট পার্টির (মাকার্সবাদী-লেনিনবাদী) এই নেতাকে বুধবার দেশটির সংসদ রাষ্ট্রপতি নির্বাচিত করেছে।
সংসদে তিনি ৩২৭ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী পেয়েছেন ২১৪ ভোট।

নেপালের সংযুক্ত কমিউনিস্ট পার্টির নেতা খাদগা প্রসাদ ওলি কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। বিদ্যা ভান্ডারি দলটির দ্বিতীয় নেতা।

নেপালে রাজতন্ত্র উচ্ছেদের পর দ্বিতীয় রাষ্ট্রপতি হলেন বিদ্যা। এর আগে, রাম বরণ যাদব গত সাত বছর ধরে দেশটির রাষ্ট্রপতি ছিলেন।

বিদ্যা ভান্ডারি প্রয়াত কমিউনিস্ট নেতা মদন ভান্ডারির স্ত্রী। মদন ভান্ডারিকে ভারতবিরোধী রাজনীতিক বলা হয়। ১৯৯৩ সালের মে মাসে রহস্যময় গাড়ি দুর্ঘটনায় তিনি মারা যান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.