কক্সবাজারের হোটেল ‘অস্টার ইকো’ থেকে ভুয়া মেজর গ্রেফতার

0

জামাল জাহেদ, কক্সবাজারঃ কক্সবাজারের কলাতলীস্থ হোটেল অস্টার ইকো থেকে গোপন সংবাদের ভিওিতে ডিজিএফআই এর যৌথ অভিযানে রাত ১২টার সময় এক ভুয়া মেজরকে গ্রেফতার করা হয়েছে,গ্রেফতারকৃত ব্যক্তির পরিচয়ে জানা যায় তার নাম কাজী সালা উদ্দিন কাদের,তার বাবার নাম আবুল কাশেম, তার গ্রামের বাড়ি চট্রগ্রামের সাতকানিয়া থানার ধর্মপুর নামক স্থানে।

ঘটনার প্রেক্ষিতে ডিজিএফআই তথ্যসুএে জানা যায় সে দীর্ঘদিন ধরে ডিজিএফআই এর মেজর পরিচয় দিয়ে,অনেককে বিমান,নৌ,সেনা বাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় বলে জানা যায়।অভিযান পরিচালনা করেন ডিজিএফআই এর লেঃ কমাঃ জহিরুল ইসলামের নেতৃত্বে ডিজিএফআইয়ের চৌকস দল।

পরে ভুয়া মেজরকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে বিভিন্ন সময়ে বিভিন্ন জনকে ভয় দেখিয়ে,ব্যবসায়ীদের ফাদে পেলে,চাকরির দেওয়ার কথা বলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে,এমনকি কক্সবাজারে বিমান বাহিনীতে ৪জনকে চাকরি দিবে বলে,টাকা লেনদেন করতে হোটেল অস্টার ইকোতে উঠলে আটক হয় গোয়েন্দা সঃস্থার কাছে,পরে জিজ্ঞাসাবাদ শেষে র‍্যাব ৭ এর হাতে তুলে দেওয়া হয় ভুয়া মেজর কাজী সালা উদ্দীনকে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.