নাটোরের নর্থ বেঙ্গল চিনিকলে চিনি উৎপাদন শুরু হচ্ছে

0

অর্থবাণিজ্য ডেস্ক : নাটোররের নর্থ বেঙ্গল চিনিকলে শুক্রবার (৩০ অক্টোবর) থেকে চিনি উৎপাদন শুরু হচ্ছে। এছাড়া নাটোর চিনি কলে আগামী ৬ নভেম্বর শুক্রবার চিনি উৎপাদনের জন্য আখ মাড়াই শুরু হবে।

নর্থ বেঙ্গল চিনি কলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এস এম আব্দুল আজিজ জানান, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু শুক্রবার (৩০ অক্টোবর) নর্থ বেঙ্গল সুগার মিলে মিলাদ মাহফিলের মাধ্যমে মিলের মাড়াই মৌসুম উদ্বোধন করবেন। দুটি চিনি কলে এবারের মাড়াই মৌসুমে ৩ লাখ ৬০ হাজার মেট্রিক টন আখমাড়াই করে ২৮ হাজার ৩০০ টন চিনি উৎপাদনের লক্ষমাত্রা নির্ধরণ করা হয়েছে।

নর্থ বেঙ্গল চিনিকল সূত্র জানানয়, এবার ২৫ হাজা হেক্টও জমিতে আখ উৎপাদন হয়েছে। চিনিকলটি ১২০ মাড়াই দিবসে ২ লাখ ৪০ হাজার টন আখ মাড়াই কওে ১৯ হাজার টন চিনি উৎপাদনের লক্ষমাত্রা ধার্য করেছে। এদিকে, নাটোর চিনিকল এবার ৮০ মাড়াই দিবসে ১ লাখ ২০ হাজার টন আখ মাড়াই কওে ৯ হাজার ৩০০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েছে।

নাটোর চিনি কলের মহা ব্যবস্থাপক (কৃষি) আখতার হোসেন জানান, চলতি মৌসুমে চিনিকল এলাকায় ২ লাখ ৭৩ হাজার টন আখ উৎপাদিত হয়েছে। নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমূল চিনিকলের মাড়াই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বেধন করবেন বলে জানা যায়। সংশ্লিষ্ট দুটি চিনি কলের মাড়াই কার্যক্রম শুরুর প্রস্তুতি হিসেবে ইতিমধ্যে বয়লার ফায়ারিং সম্পন্ন হয়েছে। চিনিকলের ইক্ষুক্রয় কেন্দ্রগুলোতে ওজন পরিমাপক যন্ত্র স্থাপনসহ আনুষঙ্গিক সকল কাজ শেষ পর্যায়ে রয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.