‘তামাকের বিষ চিংড়ি উৎপাদনে বড় বাধা’

0

কৃষি সংবাদ: বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আহসান আবদুল্লাহ বলেছেন, পৃথিবীর বিভিন্ন দেশের অন্তত ২০০ কোটি লোকের খাদ্যনিরাপত্তার স্বার্থে চিংড়ি খামারের গুণগত মান নিশ্চিত করতে হবে। পৃথিবীতে খাদ্য উৎপাদন সহজ কাজ হলেও অনিরাপদ খাদ্য মানুষের জীবনের জন্য হুমকি। এ জন্য চিংড়ি খামারের সঙ্গে জড়িত সবাইকে স্বাস্থ্যসম্মত নিরাপদ চিংড়ি উৎপাদন করতে হবে।

শুক্রবার কক্সবাজারের চকরিয়া উপজেলার আইসিডিডিআরবি ভবনের সম্মেলনকক্ষে স্বাস্থ্যসম্মত নিরাপদ চিংড়ি উৎপাদনে তাত্ত্বিক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে আহসান আবদুল্লাহ এসব কথা বলেন।

প্রশিক্ষণ কর্মশালায় চিংড়িচাষি নজরুল ইসলাম বলেন, মাতামুহুরী নদীর উজানে তামাকের চাষ হয়। বর্ষার সময় পাহাড়ি ঢলের সঙ্গে তামাকের বিষ ঢুকে পড়ে চিংড়িঘেরে। এতে চিংড়ির উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে।

চিংড়িচাষি হান্নান মিয়া বলেন, চিংড়ি জোনে সরকারি যেসব খাল রয়েছে, তা ভরাট করে অনেকেই চিংড়িঘের করেছেন। এ কারণে অস্বাভাবিক জোয়ার দেখা দেয়। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষিরা।

মো. শহিদুল্লাহ বলেন, স্বাস্থসম্মত চিংড়ি উৎপাদন ও চিংড়িচাষিদের বাঁচিয়ে রাখার স্বার্থে চিংড়ি জোনের সরকারি খাল খনন ও তামাক চাষ বন্ধে সরকারকে দৃঢ় পদক্ষেপ নিতে হবে।

মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় কক্সবাজার অঞ্চলের প্রান্তিক চিংড়িচাষিদের নিয়ে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে ফিশ ফার্ম ওনার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ফোয়াব)। ফোয়াবের সভাপতি মোল্লা সামছুর রহমানের সভাপতিত্বে ওই প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালায়ের উপসচিব মোহাম্মাদ মুসলেহ উদ্দিন, ফোয়াব আঞ্চলিক কমিটির আহ্বায়ক মো. শহিদুল ইসলাম।

চিংড়িচাষিদের প্রশিক্ষণ দেন মৎস্য অধিদপ্তরের প্রাক্তন উপপরিচালক নিত্যানন্দ দাস, চট্টগ্রাম মেরিন ফিশারিজ ক্যাপাসিটি বিল্ডিংয়ের সহকারী পরিচালক মো. কদর আহমেদ, কক্সবাজার সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মইন উদ্দিন আহমেদ, চকরিয়া উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.