তাবেলা হত্যায় সাখাওয়াতের স্বীকারোক্তি

0

সিটিনিউজবিডি: ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যায় জড়িত সন্দেহে গ্রেফতার সাখাওয়াত হোসেন শরীফ ঢাকার সিএমএম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সোমবার শরীফকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে জবানবন্দি নেওয়ার আবেদন করেন মামলা তদন্ত কর্মকর্তা জিহাদ হোসেন। ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান আজ শরীফের জবানবন্দি রেকর্ড করেন।

এ নিয়ে তিন আসামি হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিলেন। এর আগে রোববার ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেন মিনহাজুল আরেফিন রাসেল ওরফে ভাগ্নে রাসেল ।

২৬ অক্টোবর ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেন শ্যুটার রুবেল। গত ২৬ অক্টোবর শ্যুটার রুবেলও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এ মামলায় ২৬ অক্টোবর গ্রেফতার চারজনের মধ্যে তিনজনকে আট দিন করে রিমান্ডে নেওয়া হয়। ওই দিন শ্যুটার রুবেল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

গত ২৬ অক্টোবর রিমান্ডে নেওয়া তিনজন হলেন— ভাগ্নে রাসেল ওরফে কালা রাসেল, চাকতি রাসেল ও সাখাওয়াত হোসেন শরীফ।

রাজধানীর বিভিন্ন এলাকায় ২৫ অক্টোবর অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। পরে তাবেলা সিজার হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। তাদের কাছ থেকে তাবেলা হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

রাজধানীর গুলশান-২ এর ৯০ নম্বর সড়কে গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ইতালির নাগরিক ও নেদারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আইসিসিওবিডির কর্মকর্তা তাবেলা সিজার।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.