দীপন হত্যায় স্ত্রীর মামলা

0

সিটিনিউজবিডি : জাগৃতির প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যার দুই দিন পর শাহবাগ থানায় মামলা করা হয়েছে। রোববার দীপনের স্ত্রী ডা. রাজিয়া সুলতানা বাদী হয়ে শাহবাগ থানায় এ মামলা দায়ের করেন। শাহবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাফর আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে রাজিয়া সুলতানা, প্রক্টর আমজাদ আলী, একজন দারোগা এবং দীপনের বাবা আবুল কাসেম ফজলুল হকের সামনে মামলাটি লেখা হয়। এরপর থানায় নিয়ে এসে তা দায়ের করা হয়। মামলায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে।

মামলার বিষয়ে আজ সোমবার থেকেই তদন্ত শুরু করা হবে। যদিও এর আগে থেকেই তদন্তকাজ করা হচ্ছে।

প্রসঙ্গত, গত ৩১ অক্টোবর বিকেলে শাহবাগের আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় নিজের প্রকাশনা জাগৃতি কার্যালয়ে নৃশংসভাবে খুন হন ফয়সল আরেফিন দীপন। তার লাশ রোববার ময়নাতদন্তের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজার পর আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.