২০০ কোটি টাকার বন্ড ছাড়বে প্রিমিয়ার ব্যাংক

0

অর্থবাণিজ্য ডেস্ক : শেয়ারবাজারের তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ২০০ কোটি টাকার অরূপান্তরযোগ্য সাবঅর্ডিনেট বন্ড ছাড়ার সিন্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

জানা গেছে, ব্যাংকটির পরিচালনা পর্ষদ টিয়ার-২ শর্ত অনুযায়ী মূলধন বাড়ানোর জন্য বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। তবে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং ব্যাংকের শেয়ারহোল্ডারদের অনুমতির পরেই বন্ড ইস্যু করবে প্রতিষ্ঠানটি।

উল্লেখ, ‘এ’ ক্যাটাগরির ব্যাংকটি ২০০৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। প্রিমিয়ার ব্যাংকের অনুমোদিত মূলধন রয়েছে এক হাজার কোটি টাকা ও পরিশোধিত ৬২০ কোটি টাকা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.