প্রকাশক হত্যা-হামলার মামলা ডিবিতে হস্তান্তর

0

সিটিনিউজবিডি : জাগৃতি প্রকাশনীর কর্ণধার ফয়সল আরেফিন দীপনকে হত্যা এবং শুদ্ধস্বরের কার্যালয়ে হামলা চালিয়ে তিনজনকে হত্যাচেষ্টা মামলার তদন্তের দায়িত্ব পেয়েছে গোয়েন্দা পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মুনতাসিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, আজ মঙ্গলবার সকালে দুটি মামলা তদন্তের দায়িত্ব মহানগর গোয়েন্দা পুলিশকে দেওয়া হয়।

উল্লেখ, শনিবার বেলা আড়াইটার দিকে লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনা কার্যালয়ে ঢুকে আহমেদুর রশীদ টুটুল, কবি তারেক রহিম ও ব্লগার রণদীপম বসুকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এর এক ঘণ্টা পর শাহবাগের আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে প্রকাশক ফয়সল আরেফিন দীপনের রক্তাক্ত লাশ পাওয়া যায়।

ওই ঘটনায় দীপনের স্ত্রী ডা. রাজিয়া রহমান সোমবার শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আর টুটুল মোহাম্মদপুর থানায় দায়ের করেন হত্যাচেষ্টা মামলা। এ দুই মামলাতেই অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে।

এ দুটি প্রকাশনা সংস্থা থেকেই লেখক অভিজিৎ রায়ের কয়েকটি বই প্রকাশিত হয়েছে। অভিজিতকে একই কায়দায় গত ফেব্রুয়ারিতে হত্যা করে দুর্বৃত্তরা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.