চবি ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি

0

চট্রগ্রাম অফিস: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চবি শাখা ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হেলাল উদ্দিনকে আ্হ্বয়ক করে গঠিত কমিটির অপর দুই সদস্য হলেন- সহকারী প্রক্টর শহিদুল ইসলাম ও মিজানুর রহমান।

বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রক্টর আনোয়ার হোসেন জানান, কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে দোষীদের চিহ্নিত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। মঙ্গলবার ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সোমবার ভর্তি পরীক্ষা চলাকালে শোডাউন করতে গিয়ে চবি শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।এতে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হন।

ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হল ও শাহজালাল হলে তল্লাশী চালিয়ে দুইটি শটগান একটি পিস্তলসহ বিপুল পরিমাণ দা-কিরিচ ও লাঠিসোটা উদ্ধার করে পুলিশ।এ ঘটনায় মোটি তিনটি মামলা রুজু করেছে পুলিশ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.