সার্কভুক্ত ৪ দেশে পরীক্ষামূলকভাবে পণ্য পরিবহন শুরু

0

অর্থবাণিজ্য ডেস্ক : বাংলাদেশ-ভারত-নেপাল-ভুটানের মধ্যে সম্পাদিত মোটর ভেহিক্যাল চুক্তির আওতায় পরীক্ষামূলকভাবে আজ থেকে পণ্য পরিবহন শুরু হয়েছে। চুক্তির আওতায় মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর হয়ে ভারতের ত্রিপুরায় গেছে একটি ভারতীয় মালবাহী ট্রাক।

মঙ্গলবার দুপুরে কলকাতার ভোডাফোনের টেলিকমিউনিকেশনের সরঞ্জামাদি নিয়ে একটি ট্রাক ও কলকাতার ডিএইচএল গ্লোবাল ফরওয়ার্ডিং কোম্পানির চার সদস্যের প্রতিনিধি দল বহনকারী একটি মাইক্রোবাস ত্রিপুরার আগরতলায় প্রবেশ করে। এর আগে কড়া পুলিশি পাহাড়ায় মালবাহী ট্রাক ও ভারতীয় প্রতিনিধি দলকে বহনকারী মাইক্রোবাসটি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছায়।

পরে কাস্টমসের প্রয়োজনীয় কাজ শেষে দুপুর দেড়টার দিকে ট্রাক ও মাইক্রোবাসটি আগরতলা প্রবেশ করে। ট্রাকটি আগরতলা হয়ে সরাসারি গৌহাটি যাবে বলে জানা গেছে। আখাউড়া স্থলবন্দরের সহকারী কমিশনার মিহির কিরণ চাকমা সংবাদমাধ্যমকে জানান, ট্রানজিট সুবিধার আওতায় ভারত-বাংলাদেশের মধ্যে মালামাল পরিবহনের এটিই প্রথম চালান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.