হার নিয়ে মাথাব্যাথা নেই বিবিসি একাদশের

0

স্পোর্টস ডেস্ক :: প্রস্তুতি ম্যাচটি বিসিবি একাদশ হেরেছে ৭ উইকেটে। তবে এই হার নিয়ে কোনো মাথাব্যথা নেই দলের। ম্যাচ শেষে এমনটাই জানিয়েছেন ইমরুল কায়েস। সৌম্যর বদলে দলে স্থান পাওয়া ইমরুল সুযোগটা ভালই কাজে লাগিয়েছেন। করেছেন হাফসেঞ্চুরি। এনামুলের ব্যাটেও ছিল আরেকটি। আর মুশফিক তো তাদেরও ছাড়িয়ে গেছেন। ২৭৮ রানের টার্গেট দিয়েও হেরেছে বাংলাদেশ। তাতে কী!

ইমরুল বলেছেন, ‘এটা অনুশীলন ম্যাচ। হেরে যাওয়া আর জেতার থেকে বড় কথা মুশফিক রান করছে। সবাই রান করছে। যারা ওয়ানডে খেলেছে তাদের সবার জন্য ভাল হল।’
ম্যাচে মাশরাফির পারফরম্যান্স সম্পর্কে ইমরুল বলেছেন, এটা উনার জন্য একটু কঠিন। ডেঙ্গু থেকে সেরে উঠে আবার মাঠে এসে ম্যাচ খেলা। শেষ কয়েক দিন উনি অনুশীলন করেছেন ভালমতো। প্রথম কয়েক ওভার ভাল বোলিং করেছেন। আমার মনে হয়, ওয়ানডেতে উনি অনেক ভাল কামব্যাক করবেন।’

নিজের সম্পর্কে তিনি বলেছেন, ‘এটা আমার জন্য বড় একটা সুযোগ। বিশ্বকাপের পর ওয়ানডেতে খেলার কোনো সুযোগ হয়নি। জাতীয় লিগ থেকে শুরু করে এখন পর্যন্ত ভাল একটা টাচে আছি। নির্বাচক ও টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্যে। আশা করছি, এখান থেকে ভাল কিছু করতে পারব।’

এদিকে ফতুল্লার জয়কে শুভ সূচনা বলেছেন জিম্বাবুয়ের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান ক্রেইগ আরভিন। ৯৯ বলে ৯৫ রানের অসাধারণ একটি ইনিংস খেলা আরভিন বলেছেন, ‘আমি বলব এটি আমাদের জন্য শুভ সূচনা। দলের প্র্যাকটিসটাও ভাল হয়েছে। এই জয়ের ফলে খেলোয়াড়দের আত্মবিশ্বাস অনেকখানি বাড়বে। কারণ, ঘরের মাঠে আমরা আফগানিস্তানের মতো দলের কাছে হেরে এসেছি। এখান থেকে আমরা বেরিয়ে আসতে চাই।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.