চবিতে শিক্ষার্থীদের উপর ‘হামলা’র বিচার দাবি ছাত্রলীগের

0

শিক্ষাঙ্গণ:: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত ২ নভেম্বর সাধারণ শিক্ষার্থীদের পুলিশ নির্বিচার মারধর করেছে অভিযোগ করে তদন্তের মাধ্যমে দোষীদের বিচার দাবি করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
রবিবার (৮ নভেম্বর)গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকৈ এ দাবি জানানো হয়।

বিবৃতির বিষয়টি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু ও সাধারণ সম্পাদক এইচ এম ফজলে রাব্বী সুজন নিশ্চিত করেছেন।

সভাপতি ও সাধারণ সম্পাদক যুক্ত বিবৃতিতে বলেন, চবিতে গত ২ নভেম্বর ভিসি তার প্রক্টরদের সহযোগিতায় পুলিশ বাহিনী ব্যবহার করে ছাত্রসমাজের উপর নির্মম নির্যাতন চালিয়েছেন । হলে হলে পুলিশ যে তাণ্ডব ও ভাংচুর চালায় তা বিভিন্ন গণমাধ্যমে গত কয়েকদিন ধরে প্রকাশিত হচ্ছে।

বিবৃতিতে ছাত্রলীগ নেতৃবৃন্দ অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেন। অন্যথায় কঠোর কর্মসূচি হাতে নেয়া হবে বলে উল্লেখ করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.