ময়মনসিংহে শিশু ফরহাদ হত্যায় ৬ জনের মৃত্যুদণ্ড

0

সিটিনিউজবিডি : জেলার মুক্তাগাছায় শিশু ফরহাদ হত্যা মামলায় ছয়জনের ফাঁসি ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে ময়মনসিংহে ২য় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক জহিরুল কবীর এ রায় ঘোষণা করেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন, মুক্তাগাছা উপজেলার ১০নং খেরুয়াজানি ইউনিয়নের খেরুয়াজানি গ্রামের সাহেব আলী (৩৫), আব্দুল কুদ্দুস (৬০), ইব্রাহিম (৫৫), আব্দুল মজিদ মধু (৭০), মোন্তাজ আলী (৬০) ও জুয়েল (৩৫)। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির নাম কমলা খাতুন (৫০)।

রায়ের বিবরণে জানা যায়, জমি সংক্রান্ত ও এলাকায় জুয়া খেলাকে কেন্দ্র করে মুক্তাগাছা উপজেলার খেরুয়াজানি ইউনিয়নের খেরুয়াজানি গ্রামের আইয়ুব আলীর সঙ্গে আসামিদের বিরোধ ছিল। এ নিয়ে ২০১০ সালের ৭ মে আসামিরা আইয়ুব আলীর শিশুপুত্র ফরহাদকে হত্যা করে লাশ কলা পাকানোর গর্তে ফেলে রাখে। অনেক খোঁজাখুঁজির দু’দিন পর পরিবারের লোকজন শিশু ফরহাদের গলিত মরদেহ ওই গর্ত থেকে উদ্ধার করে।

পরে ফরহাদের পিতা আইয়ুব আলী বাদী হয়ে মুক্তাগাছা থানায় ১২-১৩ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ সাতজন আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।
নিহতের বাবা আইয়ুব আলী রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.