ঢাবি ‘ঘ’ ইউনিটে পাসের হার ৯.৯৪

0

শিক্ষাঙ্গণ : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাস করেছেন ৯ দশমিক ৯৪ শতাংশ শিক্ষার্থী। পরীক্ষায় ১ হাজার ৪৬৫টি আসনের বিপরীতে মোট ৯০ হাজার ১৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সোমবার দুপুর দেড়টার দিকে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ২১৪ নম্বর কক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন।উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সাল এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে (ওয়েবসাইট থেকে) ভর্তিচ্ছুরা তাদের ফল জানতে পারবেন।

এ ছাড়া মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে ফলাফল জানা যাবে। যে কোনো মোবাইল অপারেটর থেকে DU স্পেস দিয়ে GHA স্পেস দিয়ে রোল নম্বর টাইপ করে ১৬৩২১ নম্বরে সেন্ড করতে হবে। ফিরতি এসএমএস-এ ফলাফল জানিয়ে দেওয়া হবে।

গত শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৫২টি ও ক্যাম্পাসের বাইরে ৩৫টি স্কুল-কলেজসহ মোট ৮৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.